AUS vs IND: খেলাই হল না, ভারত এই মাঠে নামার আগেই টিকিট শেষ, রেকর্ড অস্ট্রেলিয়ায়

Border Gavaskar Trophy: ধুন্ধুমার যুদ্ধের শুরু। ক্রিকেট উত্তাপে গোটা ক্রিকেট দুনিয়াই কাবু। এর মধ্যেই নতুন রেকর্ড করল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

Border Gavaskar Trophy: ধুন্ধুমার যুদ্ধের শুরু। ক্রিকেট উত্তাপে গোটা ক্রিকেট দুনিয়াই কাবু। এর মধ্যেই নতুন রেকর্ড করল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia live streaming

IND vs AUS: বর্ডার গাভাসকার ট্রফির এক মুহূর্ত (বিসিসিআই)

India vs Australia 4th Test in Melbourne: বর্ডার গাভাসকার ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যেও বেশ উত্তেজনা রয়েছে। এই সিরিজের ওপরেই নির্ভর করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ভাগ্য। তার ওপরে গত দুটো ট্যুরে ভারতীয় দল জয় ছিনিয়ে এনেছে অস্ট্রেলিয়া সফর থেকে।

Advertisment

ব্রিসবেন হবে তৃতীয় টেস্ট। তবে তৃতীয় টেস্ট শুরুর আগেই মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিনের টিকিট সোল্ড আউট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়েছে, মেলবোর্ন টেস্টের জন্য জনসাধারণের সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। ডিসেম্বরের ২৪ তারিখ আরও কিছু টিকিট ছাড়া হতে পারে।

এডিলেডে পিঙ্ক বলের টেস্টে তিন দিন মিলিয়ে মোট ১৩৫০১২ দর্শক হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। যা দুই দলের ক্রিকেট ইতিহাসে বেনজির ইতিহাস তৈরি করেছিল। প্ৰথম দিনেই এডিলেডে ৩৬২২৫ জন সমর্থক হাজির হয়েছিলেন। ২০১৪/১৫-এ বর্ডার গাভাসকার ট্রফিতেই এডিলেড টেস্ট সর্বাধিক দর্শক সংখ্যার নজির গড়েছিল- ১১৩০০৯। এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: ভদ্রলোকের খেলায় কেন আজেবাজে কাজ! অস্ট্রেলিয়ায় সিরাজের অসভ্যতায় এবার সরব কাইফও

Advertisment

টেস্টে কোনও একদিনের সর্বাধিক দর্শক সংখ্যাও চুরমার হয়ে গিয়েছে এডিলেড ওভালে। প্ৰথম দু দিনেই ৫০ হাজারের বেশি সমর্থক হাজির হয়েছিলেন। প্ৰথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়লাভের পর দ্বিতীয় টেস্টেই কামব্যাক করেছে অজিরা। ১০ উইকেটে টেস্ট জিতে সিরিজ ১-১ করেছে ক্যাঙারুরা।

ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে বাকি তিন টেস্টের দুটোতে জয় সহ একটি ড্র করলেও সমস্যা নেই। সেক্ষেত্রে পরের সিরিজে শ্রীলঙ্কাকে অজিরা ২-০ হারালেও ভারত প্ৰথম দুইয়ে থাকা নিশ্চিত করবে।

তবে চলতি সিরিজ হারলেই ভারত ফাইনালে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে যাবে। ভারত চলতি সিরিজ ২-২ ড্র করলে শ্রীলঙ্কার সাহায্যের প্রয়োজন হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া বিরুদ্ধে আগামী সিরিজে দুই টেস্টেই ড্র করলে ভারতের পোয়াবারো।

Cricket Australia Australia Indian Cricket Team Australia Cricket Team Border-Gavaskar Trophy