Advertisment

Michael Clarke slams Usman Khawaja: বুমরার ভয়ে পালিয়ে গেল, সামনে ঠেলল বাচ্চাটাকে! হারের পরেই ঝড়ো সমালোচনার মুখে খোয়াজা

Border Gavaskar Trophy: জসপ্রীত বুমরা প্ৰথম ওভারেই আউট করে দেন নবাগত নাথান ম্যাকসোয়েনিকে। প্ৰথম ওভারে নাকি ভয়ে বুমরাকে ফেস করেননি উসমান খোয়াজা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Usman Khawaja Jasprit Bumrah:

Usman Khawaja slammed: বড় অভিযোগ উসমান খোয়াজার নামে (টুইটার)

Australia Great Slams Usman Khawaja over Nathan McSweeney tactics: পার্থ টেস্ট হারতেই অস্ট্রেলিয়ানদের মধ্যে শুরু হয়ে গেল অভ্যন্তরীণ বিবাদ। সোমবারই ভারতের কাছে পার্থে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তারপরই তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া দলের এক খেলোয়াড়ের। তিনি উসমান খোয়াজা।

Advertisment

তাঁর বিরুদ্ধে ক্লার্কের অভিযোগ, দলের অপর সদস্য নাথান ম্যাকসুইনিকে বাঁচানো উচিত ছিল ক্লার্কের। প্রথম বল ম্যাকসুইনির বদলে খাজারই খেলা উচিত ছিল। অর্থাৎ, ম্যাকসুইনির জায়গায় খাজার থাকা উচিত ছিল। এই ব্যাপারে ক্লার্ক বলেন, 'আমার মনে হয়, উজ্জিরই (উসমান খাজা) ওই সময়টায় ওখানে থাকা উচিত ছিল।' কিন্তু, রবিবার অপটাস স্টেডিয়ামে নতুন বল হাতে প্রথমে বুমরার মুখোমুখি হন ম্যাকসুইনি। আর, খোয়াজা ছিলেন নন স্ট্রাইকার প্রান্ত। ম্যাচে অস্ট্রেলিয়ার বড় পার্টনারশিপ দরকার ছিল। ওপেনিং জুটির দীর্ঘস্থায়ী হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু, সেটা হয়নি।

ভারত ততক্ষণে বড় রান বানিয়ে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তুলেছে ৪৮৭ রান। তারপর ডিক্লেয়ার ঘোষণা করেছে। কিন্তু, অস্ট্রেলিয়া তা করতে পারেনি। উলটে, জসপ্রীত বুমরা-সহ ভারতের তিন পেসার অজিদের প্রথমসারির ব্যাটারদের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতেই নাথান ম্যাকসুইনি বুমরার মুখোমুখি হয়েছিলেন। প্রথম ইনিংসে ম্যাকসুইনি ১০ রান করেছিলেন। তারপর এলবিডব্লিউ হন। দ্বিতীয় ইনিংসেও ফের এলবিডব্লিউ হয়েছেন ম্যাকসুইনি। যার ফলে, প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আর এক্ষেত্রেই মাইকেল ক্লার্ক মনে করছেন, ম্যাকসুইনির জায়গায় ওসমান খোয়াজা থাকলে তিনি অভিজ্ঞতা দিয়ে বুমরার বল রুখতে পারতেন।

তাতে অস্ট্রেলিয়ার উইকেট বাঁচত। এই ব্যাপারে ক্লার্ক বলেছেন, 'অনেকেই প্রথম বল খেলতে পছন্দ করে না। সেই কারণে ওপেনিং ব্যাটার বদলায়। প্রথম ইনিংসে খোয়াজা প্রথম বল ফেস করেছিলেন। আর, এবার ছিল ম্যাকসুইনির পালা। কিন্তু, আমার মনে হয় যে উজ্জির বলা উচিত ছিল, ম্যাকসুইনি নতুন। ও নন স্ট্রাইকার এন্ডে খেলুক। আমিই প্রথম বলটা খেলি। এক সপ্তাহের মধ্যে আমার ৩৮ বছর বয়স হয়ে যাবে। তাই, আমিই বরং স্ট্রাইকার এন্ডে থাকি।'

খোয়াজা নিজেও অবশ্য বেশি রান করতে পারেননি। ১৩ বল খেলে মাত্র ৪ রান করে বিদায় নিয়েছেন। তবে, তিনি ছিলেন নৈশপ্রহরী। আউট হয়েছেন ৪র্থ দিনে। এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলই তেমন রান করতে পারেনি।

তাই অনেকেই ভেবেছিল, ম্যাচ বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রথম ইনিংসে বেশি রান না ওঠার পিছনে অন্যতম কারণ ছিল পিচ। তা বোলিং-সহায়ক বলে আগেই জানিয়েছিলেন কিউরেটর। কিন্তু, দ্বিতীয় ইনিংসে পার্থের পিচ ক্রমশ চরিত্র বদলাতেই যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন।

ভারত ওপেনিং পার্টনারশিপেই তুলেছে ২০১ রান। যার ওপর ভর করে ভারত অস্ট্রেলিয়ার সামনে বিশাল রানের ইনিংস খাড়া করেছে। এই ব্যাপারে ক্লার্ক বলেছেন, 'আমরা ভারতকে চাপে রাখতে চাইলেও উদ্দেশ্যহীনভাবে খেলছিলাম। আমরা তাদের বিরুদ্ধে খেলছিলাম। কিন্তু, আমাদের কোনও বোলারকেই ভারতের কোনও ব্যাটারকে চাপে ফেলতে দেখিনি। আমাদের উদ্দেশ্য, আমাদের শক্তি- সবকিছুই কেমন যেন একটা ম্যাড়মেড়ে দেখাচ্ছিল।'

Cricket Australia Australia Indian Cricket Team Jasprit Bumrah Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment