Sourav Ganguly warns Australia to start playing well: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বর্ডার-গাভাসকার সিরিজে খেলা শুরুর আগে টিম ইন্ডিয়াকে তুলোধোনা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সিরিজের প্রথম টেস্ট, পার্থ ম্যাচে ভারত জিততেই উলটো সুরে গাইতে শুরু করেছেন এই প্রাক্তন খেলোয়াড়। অস্ট্র্লিয়ার ক্ষতস্থানে নুনের ছিটে দেওয়ার চেষ্টা করেছেন। এই পরিস্থিতিতে ভনের পুরোনো বার্তাগুলো সামনে এনে তাঁকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভন বলেছিলেন, ভারতকে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে হারিয়ে বর্ডার-গাভাসকার ট্রফি পুনরুদ্ধার করবে। সেকথা মনে করিয়ে দিয়ে সৌরভ তাঁকে পরামর্শ দিয়েছেন, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যেন ভবিষ্যতে এমন ভবিষ্যদ্বাণী করার আগে সতর্ক থাকেন। পার্থ টেস্টের ফলাফল নিশ্চিত হওয়ার আগেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের থেকে বার্তা পান। সেই বার্তা আসলে ঘুরিয়ে ভনের সমালোচনা ছাড়া আর কিছুই নয়।
প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পরও অস্ট্রেলিয়াকে ১০৪ রানে আউট করে ৪৬ রানের লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে তোলে ৪৮৭ রান। যার অর্থ হল, অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৫৩৪ রান তুলতে হত। জবাবে মাত্র ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। যার ফলে, টিম ইন্ডিয়া সিরিজ ২৯৫ রানে হেরে যায়। সৌরভ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ব্রিসবেনে তৃতীয় টেস্টে সিরিজটি ১-১ সমতা হতে পারে। তার আগে হওয়ার সম্ভাবনা কম।
সৌরভের থেকে বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ভনও। তিনি বলেছেন, 'সৌরভের থেকে পাওয়া বার্তাটা আমি পড়ে শোনাব। পডকাস্টে যাঁরা আসেন, তাঁরা খুবই বিনয়ী। এক টেক্সট মেসেজটা আমি পড়ে শোনাব। শুক্রবার ভারত ১৫০ রান আউট হয়। তারপরে অস্ট্রেলিয়া ১০৪ রানে আউট হয়। সেই সময় সৌরভ আমাকে রাতে লিখে পাঠায়, মাইকেল- আমার ভবিষ্যদ্বাণী কিন্তু মিলে গেল!'
তবে, ভন এখনও তাঁর আগের অবস্থানে অনড় বলেই জানিয়েছেন। তিনি বলেন, 'কেবল একটা ম্যাচ হয়েছে। আমি বলেছিলাম, ৩-১।' এই ইস্যুতে জয়সওয়ালেরও প্রশংসা করেন ভন। প্রথম ইনিংসে যশস্বী কোনও রান করতে পারেননি। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি ১৫০-র বেশি রান করেন। কেএল রাহুলের সঙ্গে মিলে যশস্বী ওপেনিং জুটিতে ২০১ রান করেন।
এই ব্যাপারে ভন বিস্ময় প্রকাশ করে বলেছেন, 'যশস্বী জয়সওয়াল বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়। ও প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে ১৬১ করতে পারে। ও ডিফেন্সিভ খেলেছে। আবার, সময়মতো ভালো খেলেছে। অস্ট্রেলিয়া যে ওঁকে আউট করতে পারেনি, এতে আমি অবাক হয়ে গিয়েছি। ওঁকে কাঁধ পর্যন্ত বাউন্স দেয়নি। ক্লোজ ফিল্ডার রাখেনি। অন্তত ৪০-৫০ মিনিট এমনটাই চলেছে। এর আগে কোনও তরুণ খেলোয়াড় এখানে খেলতে এলেই মিনিট ২০ পরে অস্ট্রেলিয়ানরা তাঁর পিছনে পড়ে যেত। ব্রেট লি, জেসন গিলেসপি, হেক, স্টিভ ওয়ারা তাঁকে বাউন্সার দিতেন। ক্লোজ ফিল্ডিং রাখতেন। পুরোনো অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী ছিল। তাই আমি একদম অবাক হয়ে গিয়েছি। আমার মনে হয়, অস্ট্রেলিয়ানরা চাইলে একটু বেশি আক্রমণাত্মক হতে পারে।'