Advertisment

Hardik Pandya in Syed Mushtaq Ali Trophy: ৬, ৬, ৬, ৬, ৪! ব্যাট হাতে CSK-র ১.২ কোটির স্টারকে ৩০ রানের ধুলোয় মেশালেন হার্দিক, দেখুন সাইক্লোন ভিডিও

Syed Mushtaq Ali Trophy 2025: নিলামের পরেই ছক্কার ঝড় হার্দিকের ব্যাটে, ধুয়েমুছে গেল সিএসকে-র কোটি টাকার বোলার, দেখুন ভিডিও, নেটিজেনদের তারিফ বরোদার অলরাউন্ডারকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, হার্দিক পান্ডিয়া

Hardik Pandya: হার্দিক পান্ডিয়া ১ ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মেরেছেন। (স্ক্রিনগ্র্যাবস/বিসিসিআই)

Hardik Pandya innings for Baroda in Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বরোদাকে জেতাতে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ৪টি ছক্কা এবং ১টি চার মারলেন হার্দিক পান্ডিয়া। গুরজানপ্রীত সিংয়ের করা ১৭তম ওভারে, পান্ডিয়া বেধড়ক পেটান। তিনি ৩০ বলে ৬৯ রান করেন। পান্ডিয়া আউট হওয়ার সময় জেতার জন্য বরোদার মাত্র ৯ রানের দরকার ছিল। গ্রুপ ম্যাচের এই খেলায় বরোদা তিন উইকেটে জয়ী হয়েছে। 

Advertisment

পান্ডিয়ার পরে বরোদার হয়ে ক্রিজে ছিলেন রাজ লিম্বানি ও অতীত শেঠ। তার মধ্যে অতীত শেঠ, শেষ বলে চার মেরে বরোদার জয় নিশ্চিত করেন। এর আগে, তামিলনাড়ুর নারায়ণ জগদেসানের অর্ধশতক এবং অলরাউন্ডার বিজয় শঙ্করের দ্রুত ২২ বলে ৪২ রানের জেরে তামিলনাড়ু ৬ উইকেটে তুলেছিল ২২১ রান। এই ট্রফির অন্য ম্যাচে, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও অজিঙ্কা রাহানের অর্ধশতক বুধবার সৈয়দ মুশতাক আলি ট্রফির গ্রুপ সি ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুম্বইয়ের ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

সাম্প্রতিক আইপিএল মেগা নিলামে পঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনেছে। তিনি ৩৯ বলে ৮টি চার এবং ৩টি ছক্কা মারেন। মোট করেন ৭১ রান। যার জেরে মুম্বই ১৭২ রান করে। রাহানে ৩৪ বলে ৫২ (৩×৪, ৩×৬) রান করেন। মুম্বই ১৭.১ ওভারেই তার প্রয়োজনীয় রান তুলে নেয়। এই ম্যাচে তৃতীয় উইকেটে ১১০ রান যোগ করেন শ্রেয়াস ও রাহানে।

এর আগে, পেসার শার্দুল ঠাকুর ৫০ রানে ২ এবং মোহিত অবস্থি ৩৬ রানে ২ উইকেট নেন। তাঁদের এই ৪ উইকেট নেওয়ার ফলে মহারাষ্ট্র ৯ উইকেটে ১৭১ রানে আটকে যায়। আরেকটি ম্যাচে মধ্যপ্রদেশ পঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে। মধ্যপ্রদেশের হয়ে রজত পাতিদার ৩৭ বলে ৬২ রান তোলেন। যার মধ্যে রয়েছে ৪টি চার এবং ৫টি ছয়। হরপ্রীত সিং ভাটিয়া ৪২ বলে ৬০ রান করে। যার মধ্যে রয়েছে ৯টি চার। যার জেরে মধ্যপ্রদেশ ৮ উইকেটে ১৮৮ রান তোলে। দিনের শেষে পঞ্জাব ৯ রানে পরাজিত হয়। 

আরও পড়ুন- সল্ট-নারিন জুটি অতীত! KKR-এ এবার বদলাচ্ছে ওপেনিং, নিলামের পরেই নাইটদের এগারোয় বিরাট চমক

পঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা ৩৬ বলে ৬১ রান করে। তিনি ৯ বলে চার রান করেন। পাশাপাশি ১টি ছয় মারেন। শেষ পর্যন্ত পঞ্জাব ৭ উইকেটে তোলে ১৭৯ রান। মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয় সিং ও মহম্মদ আরশাদ খান তিনটি করে উইকেট নেন।

Hardik Pandya tamil nadu Punjab Cricket News T20 MP Syed Mushtaq Ali Trophy
Advertisment