Mitchell Marsh bizarre dismissal: আউট না হয়েও তাড়াহুড়ো করে মাঠ ত্যাগ মার্শের, নাটকের পর নাটক পিঙ্ক টেস্টে, দেখুন ভিডিও

IND vs AUS, Pink Ball Test: মিচেল মার্শকে ঘিরে বড়সড় নাটকের অবতারণা হল এডিলেডে পিঙ্ক বলের টেস্টে। দুবারই স্পিরিট অফ ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠল সরাসরি।

IND vs AUS, Pink Ball Test: মিচেল মার্শকে ঘিরে বড়সড় নাটকের অবতারণা হল এডিলেডে পিঙ্ক বলের টেস্টে। দুবারই স্পিরিট অফ ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠল সরাসরি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mitchell Marsh dismissal

Mitchell Marsh dismissal: আউট না হয়েও এভাবেই আউট হলেন মার্শ (টুইটার)

Mitchell Marsh Mitchell Marsh bizarre dismissal in Pink Ball Test: এডিলেড টেস্টে অদ্ভুত আউটের শিকার হলেন মিচেল মার্শ। ব্যাটে বলের সংস্পর্শ না হলেও মার্শ সোজা হাঁটা লাগালেন আম্পায়ারের সিদ্ধান্তের তোয়াক্কা না করে। মার্নাস লাবুশেন আউট হওয়ার পর ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মার্শ।

Advertisment

অশ্বিনের বলে কিপার পন্থের কাছে ধরা পড়ে ইনিংস খতম হয় তাঁর। যদিও তাঁর ব্যাটে বল লাগেনি। নিজেদের ইনিংসের ৬৪ তম ওভারেই অস্ট্রেলিয়া ভারতের ১৮০ রানের লিড পেরিয়ে যায়। অশ্বিনের ফুল লেন্থের বলের মোকাবিলা করতে এগিয়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন মার্শ। বল ব্যাটের নাগাল এড়িয়ে জমা পড়ে কিপার পন্থের হাতে।

Advertisment

অশ্বিন নিজেও আউটের আবেদন করার বিষয়ে নিশ্চিত ছিলেন না। তবে সেই অনিশ্চয়তার মধ্যেই আম্পায়ার ইলিংওয়ার্থ আঙুল তুলে দেন। সকলকে অবাক করে দিয়ে অজি অলরাউন্ডার রিভিউয়ের পথে না হেঁটে সোজা প্যাভিলিয়নের দিকে পা বাড়ান। এমনকি ক্রিজের অন্যপ্রান্তে থাকা ট্র্যাভিস হেডের সঙ্গেও কোনওরকম আলোচনা করতে দেখা যায়নি তাঁকে।

আরও পড়ুন: টাকা দেয়নি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি! বিপিএলের নামে নিন্দা করে ছিঃছিঃ করলেন ইমরান তাহির

চাপে থাকা ভারতীয় দলকে কার্যত নিজের উইকেট বিতরণ করে আসেন তিনি। রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাট এবং বলের মধ্যে কার্যত যোজন দূরত্ব! এর আগে তাৎপর্যপূর্ণ জীবন পেয়েছেন বিতর্কিতভাবে। অশ্বিনের বলেই এগিয়ে এসে ফরোয়ার্ড ডিফেন্স করার সময় বল ব্যাটে-প্যাডে লাগে।

লেগ বিফোরের আবেদনে অনফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় ভারত রিভিউ নেয়। তবে বল শুরুতে ব্যাট নাকি প্যাড কোথায় আঘাত করেছে, সেই বিষয়ে নিশ্চিত না হয়েও আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

Cricket Australia Australia Australia Cricket Team Border-Gavaskar Trophy Mitchell Marsh