/indian-express-bangla/media/media_files/2024/12/07/7tPBGbWgHRmewiKl6bVF.jpg)
Mitchell Marsh dismissal: আউট না হয়েও এভাবেই আউট হলেন মার্শ (টুইটার)
Mitchell Marsh Mitchell Marsh bizarre dismissal in Pink Ball Test: এডিলেড টেস্টে অদ্ভুত আউটের শিকার হলেন মিচেল মার্শ। ব্যাটে বলের সংস্পর্শ না হলেও মার্শ সোজা হাঁটা লাগালেন আম্পায়ারের সিদ্ধান্তের তোয়াক্কা না করে। মার্নাস লাবুশেন আউট হওয়ার পর ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মার্শ।
অশ্বিনের বলে কিপার পন্থের কাছে ধরা পড়ে ইনিংস খতম হয় তাঁর। যদিও তাঁর ব্যাটে বল লাগেনি। নিজেদের ইনিংসের ৬৪ তম ওভারেই অস্ট্রেলিয়া ভারতের ১৮০ রানের লিড পেরিয়ে যায়। অশ্বিনের ফুল লেন্থের বলের মোকাবিলা করতে এগিয়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন মার্শ। বল ব্যাটের নাগাল এড়িয়ে জমা পড়ে কিপার পন্থের হাতে।
...and the finger goes up! ☝ #MitchellMarsh walks as @ashwinravi99 strikes. It's game 🔛#AUSvINDOnStar 2nd Test, Day 2 👉 LIVE NOW! #AUSvIND | #ToughestRivalrypic.twitter.com/n6wpWmibU8
— Star Sports (@StarSportsIndia) December 7, 2024
অশ্বিন নিজেও আউটের আবেদন করার বিষয়ে নিশ্চিত ছিলেন না। তবে সেই অনিশ্চয়তার মধ্যেই আম্পায়ার ইলিংওয়ার্থ আঙুল তুলে দেন। সকলকে অবাক করে দিয়ে অজি অলরাউন্ডার রিভিউয়ের পথে না হেঁটে সোজা প্যাভিলিয়নের দিকে পা বাড়ান। এমনকি ক্রিজের অন্যপ্রান্তে থাকা ট্র্যাভিস হেডের সঙ্গেও কোনওরকম আলোচনা করতে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন: টাকা দেয়নি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি! বিপিএলের নামে নিন্দা করে ছিঃছিঃ করলেন ইমরান তাহির
চাপে থাকা ভারতীয় দলকে কার্যত নিজের উইকেট বিতরণ করে আসেন তিনি। রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাট এবং বলের মধ্যে কার্যত যোজন দূরত্ব! এর আগে তাৎপর্যপূর্ণ জীবন পেয়েছেন বিতর্কিতভাবে। অশ্বিনের বলেই এগিয়ে এসে ফরোয়ার্ড ডিফেন্স করার সময় বল ব্যাটে-প্যাডে লাগে।
That's as clear as it gets, pad first to Mitch Marsh. Even David Warner and Harsha Bhogle agree. The third umpire should have reviewed it from more angles, not just the side-on view.
— philliphereᝰ (@thephilliphere) December 7, 2024
Here’s the front-on slow zoom-in view - pic.twitter.com/ZY9B6bXb8Y
লেগ বিফোরের আবেদনে অনফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় ভারত রিভিউ নেয়। তবে বল শুরুতে ব্যাট নাকি প্যাড কোথায় আঘাত করেছে, সেই বিষয়ে নিশ্চিত না হয়েও আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।