Imran Tahir allegations against BPL franchise Rangpur Riders: কয়েক দিন আগেই জাঁকজমক করে বিপিএল-এর ড্রাফট এবং ম্যাসকটের উন্মোচন হয়েছে। তবে টুর্নামেন্টের বল গড়ানোর আগেই বড় অভিযোগ ভেসে এল। গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকান তারকা স্পিনার ইমরান তাহির বলে দিলেন, রংপুর রাইডার্স তাঁর চুক্তির অর্থ দেয়নি।
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-এর বিপক্ষে খেলতে নেমেছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সেই ম্যাচেই গায়ানার অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন তাহির। টসের দক্ষিণ প্রোটিয়াজ তারকা বলে দেন, তিনি রংপুরের বিপক্ষে ভালো করতে বদ্ধপরিকর। গত বছরে চুক্তির অর্থ না পাওয়াই তাঁকে ভালো খেলতে উদ্দীপ্ত করছে।
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗦𝗛𝗔𝗠𝗘. ❌
— Cricketangon (@cricketangon) December 5, 2024
During the toss in today's match against Rangpur Riders, Imran Tahir disclosed that he hasn't got all his contract money from this 🇧🇩-franchise where he played in the last BPL ⚠#GSLT20 pic.twitter.com/0e83hOKXUx
গ্লোবাল সুপার লিগে টসের সময় রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কাছে টসে হারের পরেই বোমা ফাটান তাহির। জানিয়ে দেন, নিজের জন্য তো বটেই গায়ানার জন্য এই ম্যাচ জিততে চাইছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "বিশেষত আজকের ম্যাচে গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণও রয়েছে। গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেছিলাম। তবে চুক্তির অর্থ এখনও পাইনি। সেই ঘটনাই আমাকে উদ্দীপনা জোগাচ্ছে। এই ম্যাচে সত্যি ভালো খেলতে চাই।"
আরও পড়ুন: শোয়েবের লেগ্যাসি ভেঙে ১৮১ কিমিতে বল সিরাজের, গতির রেকর্ড! তারপরেই মূল রহস্য ফাঁস
"ওঁদের দেখাতে চাই গায়ানা ওঁদের ওয়েলকাম জানাচ্ছে। ওঁরাও স্থানীয় ক্রিকেটার নিয়ে খেলবে। ভালো ক্রিকেটের চেষ্টা করবে। দেখানোর চেষ্টা কর্বেজ আমরা ওঁদের থেকে মানুষ হিসাবেও এগিয়ে।" যাইহোক ইমরান তাহিরের সেই ইচ্ছা অবশ্য পূরণ হয়নি। প্রোটিয়াজ স্পিনার ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নিলেও, লো স্কোরিং ম্যাচে হেরে যায় গায়ানা। ১১৮ রানের টার্গেট চেজ করতে পারেনি আমাজন ওয়ারিয়ার্স।
Imran Tahir spoke out about unpaid dues by Rangpur Riders before facing off against them in a match today in Providence 🗣️
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 5, 2024
Full story ➡️ https://t.co/IT2yYFYmpD pic.twitter.com/mgd8k8PAU9
২০১৯ বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তাহির। তারপর গোটা দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে অন্যতম সেরা উইকেট শিকারিও তিনি। ৪২০ ম্যাচে ৫২৬ উইকেট তাঁর নামের পাশে।