Mitchell Starc vs Yashasvi Jaiswal in Pink Ball Test: পার্থ টেস্টে তিনি মিচেল স্টার্ককে বলেছিলেন, 'আপনি খুব ধীরে বল করছেন'। সেই স্লেজিংয়ের জবাব অ্যাডিলেডে পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। শুক্রবার অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন স্টার্কের দুর্ধর্ষ বোলিংয়ের সাক্ষী থাকল।
অজি পেসার একাই ভারতের ৬ উইকেট নিলেন। যখনই কোনও ভারতীয় ব্যাটার ইনিংসে থিতু হওয়ার চেষ্টা করেন, তাঁকে তুলে নিয়েছে স্টার্কের বোলিংয়ের বিষাক্ত ছোবল। আর, যশস্বী? তাঁর প্রতি তো শুক্রবার মধুর প্রতিশোধ নিলেন স্টার্ক। গোল্ডেন ডাকে ফেরালেন। অর্থাৎ ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে। তাঁর অল্পদিনের টেস্ট কেরিয়ারে প্রথম গোল্ডেন ডাকের মুখে পড়লেন যশস্বী। স্টার্কের বল লেগ স্টাম্পের সামনে যশস্বীর পা ছুঁয়ে দেয়। এলবিডব্লিউ হয়ে বিদায় নিতে হয় ভারতের তরুণ ব্যাটারকে।
পার্থে যশস্বী নাকি স্টার্ককে বলেছিলেন, 'আপনার বল আমার দিকে খুব ধীরে আসছে।' পার্থে অজিরা ২৯৫ রানে হেরেছিল। যশস্বীর সেই স্লেজিং স্ট্যাম্পের মাইকে ধরা পড়েছিল। যদিও অ্যাডিলেড টেস্টের আগের দিন স্টার্ক দাবি করেন যে তিনি যশস্বীর কথা পার্থে নাকি শুনতেই পাননি।
Ball is coming too slow!
— Rajiv (@Rajiv1841) December 6, 2024
Jaiswal, I hope you learn something today. You don't humiliate the legend the way you did that day, if you are having good day then stay humble coz what you did that day coming to haunt you today.
That day, I felt bad for Starc.pic.twitter.com/QOQeoPKYRa
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্টার্ক বলেন, 'আমি ধীরগতিতে বল করছি, এমন কিছু আমি ওঁকে বলতে শুনিনি। আমি এখন আর খুব বেশি স্লেজিং করি না। সেসব আগে যা করার করেছি। এখন আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ও আমার বলে একটি ফ্লিক শট মেরেছিল। আমি পরে একইরকম একটা বল করি। সেটা ও থামায়। আমি তখন বলেছিলাম, তোমার ফ্লিক শট কোথায় গেল? ও শুনে আমার দিকে তাকিয়ে হাসল। সেটাই তো দেখলাম'
পার্থ টেস্ট ম্যাচে জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করেছিলেন। সেই যশস্বীকেই শুক্রবার প্রথম বলে নিয়ে নেন জয়সওয়াল। আম্পায়ার ক্রিস গ্যাফানি নিশ্চিত ছিলেন যে ওটা এলবিডব্লউ। তবে, স্টার্ক স্লেজিং করা ছেড়ে দিয়েছেন বললেও তাঁর স্লেজিংয়ের এমন নমুনা পার্থ টেস্টেও দেখা গিয়েছে। হর্ষিত রানা পার্থ টেস্টে স্টার্ককে বাউন্সার দিয়েছিলেন।
আরও পড়ুন: ৫ বলের গ্যাপে দুবার আউটে ছাড়, তৃতীয়বারে সোজা প্যাভিলিয়ন! KL রাহুলকে নিয়ে ধুন্ধুমার নাটক
জবাবে স্টার্ক বলেছিলেন, 'হর্ষিত আমি তোমার চেয়ে দ্রুত বল করি। আমার সেই সব স্মৃতি আছে।' পালটা হর্ষিতের হয়েই যশস্বী স্টার্ককে বলেছিলেন যে, 'আপনি খুব ধীর গতিতে বল করছেন।' অ্যাডিলেডে যশস্বীর আউট হওয়ার পর তাই মধুর প্রতিশোধ কথাটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যশস্বী অবশ্য শুধু স্টার্ককেই নয়। পার্থ টেস্টে নাথান লিয়নকেও স্লেজ করেছিলেন।
পার্থে লিয়নকে যশস্বী বলেছিলেন, 'আপনি কিংবদন্তি হতে পারেন, কিন্তু অনেক বয়স্ক।' পার্থের দ্বিতীয় ইনিংসে যশস্বী ১৬১ রান করলেও প্রথম ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। অ্যাডিলেডেও তাই হলেন। টেস্ট ক্রিকেটে প্রথম ওভারের প্রথম বলে অবশ্য যশস্বী একাই নন। আরও বেশ কয়েকজন ভারতীয় ওই ভাবে আউট হয়েছেন। তাঁরা হলেন- সুনীল গাভাস্কার, শিবসুন্দর দাস, ওয়াসিম জাফর ও কেএল রাহুল।
রাহুল অ্যাডিলেডের প্রথম ইনিংসে ভারতের হয়ে ভালো খেলার চেষ্টা করেছেন। তিনি বিশ্বের অনেক ক্রিকেটারের থেকেই প্রশংসা কুড়িয়েছেন। আর, যশস্বীর প্রশংসা করেছেন স্টার্ক নিজেই। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, 'যশস্বী ভারতের হয়ে অনেকদিন ক্রিকেট খেলবে। অত্যন্ত ভালো খেলবে। ও পার্থে খুব ভালো খেলেছে। প্রথম টেস্টেই ও পার্থের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। প্রথম ইনিংসে আমরা ওঁকে সহজে আউট করেছি। সেটা থেকে শিক্ষা নিয়েই ও দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছে। এর পুরো কৃতিত্ব ওঁর। ও বিশ্বের উঠতি সেরা নির্ভীক ক্রিকেটারদের একজন।'