Advertisment

Harshit Rana's bouncer to Mitchell Starc: ব্যাট করতে এলে দেখে নেব, রানার বাউন্সারে প্রচ্ছন্ন হুমকি স্টার্কের! ঝড় দুই KKR তারকার মল্লযুদ্ধে

IND vs AUS 1st Test of Border Gavaskar Trophy: প্ৰথম দিন বুমরার বিক্রমে ভারত ম্যাচে ফিরে এসেছে। অল্প রানের পুঁজি নিয়েও ভারত ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mitchell Starc Harshit Rana

IND vs AUS: রানার বাউন্সারের মুখে স্টার্ক (স্ক্রিনগ্র্যাব, টুইটার)

Harshit Rana fierce bouncer to Mitchell Starc: আইপিএলে দুজনে একই দলে খেলেন। দুজনে ইডেনে অনুশীলন করেন কাঁধে কাঁধ মিলিয়ে। গতিতে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রয়াস থাকে। একজন বিশ্ব ক্রিকেটের লব্ধ প্রতিষ্ঠ তারকা মিচেল স্টার্ক। অন্যজন সম্ভবনাময় তরুণ তুর্কি হর্ষিত রানা। পারথে প্ৰথম টেস্টের দ্বিতীয় দিনেই অন্যরকম চিত্র দেখল ক্রিকেটবিশ্ব।

Advertisment

অস্ট্রেলিয়া ইনিংসের টেলএন্ডারদের মুড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছিল ভারতের। সেই কারণেই ওয়ান চেঞ্জে বোলিংয়ে এসে আগ্রাসী মূর্তি ধরেন হর্ষিত রানা। অজি ইনিংসের ৩০ তম ওভারের ঘটনা। সেই ওভারে ব্যাট করছিলেন মিচেল স্টার্ক। হর্ষিত রানা বাউন্সারে ভাসিয়ে দেন রানাকে। একের পর এক বাউন্সার বন্যার সামনে কিছুটা অসহায় লাগছিল স্টার্ককেও।

আরও পড়ুন: বুমরাই বেস্ট, দুনিয়ার সেরা! কলার তুলে বিশ্বমঞ্চে এবার কুর্নিশ মালিঙ্গার

সেই ওভারে বোলিং করে যখন রান আপের দিকে যাচ্ছিলেন রানা, সেই সময় স্টার্ক হালকা হুঁশিয়ারি দিয়ে বলেন, "হর্ষিত তোমার থেকে কিন্তু আমি জোরে বোলিং করি।" পাল্টা হর্ষিতকে হাসি মুখে জবাব দিতে দেখা যায়। স্টার্ক সঙ্গে জুড়ে দেন, "আমার কিন্তু স্মৃতিশক্তি বেশ প্রখর"। অর্থাৎ হর্ষিত রানাকে কিছুটা প্রচ্ছন্ন হুমকি, তিনি ব্যাট করতে এলে এরকম বাউন্সারের মুখে পড়তে হতে পারে।

যদিও এতে বিন্দুমাত্র মেজাজ হারাননি কেকেআর পেসার। বরং হাসিমুখেই জবাব দিয়েছেন। যাইহোক, স্টার্ক শেষমেশ ২৭ রান করে শেষদিকে অস্ট্রেলিয়ার ইনিংস কিছুটা লম্বা করে ভারতের সঙ্গে রানের ফারাক কিছুটা কমিয়ে আনেন। তিনিই অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্কোরার। তিনি আউট হয়েছেন হর্ষিতের বলেই।

বুমরার প্ৰথম বলেই শনিবার আউট হয়ে যান প্ৰথমদিন অপরাজিত থাকা এলেক্স ক্যারি। জসপ্রীত বুমরা অপটাস স্টেডিয়ামে ৫ উইকেট শিকার করে যান। অভিষেক ঘটানো হর্ষিতের শিকার ৩ অজি ব্যাটার। সিরাজ নিয়েছেন ২ উইকেট। অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে ১০৪ করায় ভারত ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে।

Cricket Australia Team-India Indian Team Indian Cricket Team Team India Team India India Cricket Team Australia Cricket Team
Advertisment