Lasith Malinga, Jasprit Bumrah: বুমরার বিক্রম চলল পারথ টেস্টের প্রথম দিনেই। আর তাতেই কুর্নিশ জানাচ্ছে বিশ্ব। লাসিথ মালিঙ্গা সরাসরি বুমরাকে দুনিয়ার সেরা বলে দিলেন। ভারতের স্কোরবোর্ডে পুঁজি ছিল মাত্র ১৫০ রানে। শুরুতে অস্ট্রেলিয়ার হয়ে নাথান ম্যাকসোয়েনি এবং উসমান খোয়াজা জুটির সূচনা মন্দ হয়নি।
তবে বুমরা চতুর্থ ওভারেই ভাঙন ধরানো শুরু করেন। বুমরার ভয়াল নিপ ব্যাকার সামলাতে না পেরে লেগ বিফোর হয়ে যান অভিষেক ঘটানো ম্যাকসোয়েনি। এরাউন্ড দ্য উইকেট থেকে এসে উসমান খোয়াজাকে আউট করেন বুমরা।
আরও পড়ুন: মাটিতে পড়ে গিয়েও উল্টো ছক্কা, পন্থের ব্যাটিং ঝড় তুলল ক্রিকেট মাঠে, দেখুন ভিডিও
ঠিক পরের বলেই দুরন্ত গতির ফুল লেন্থের বল সামনে পেয়ে যায় স্টিভ স্মিথের পা। হ্যাটট্রিকের সম্ভবনা জাগিয়েও অবশ্য শেষ পর্যন্ত তা হয়নি। দিনের শেষে বুমরার নামের পাশে ১০ ওভারে ১৭ রানে ৪ উইকেট। ক্যাপ্টেন বুমরাকে দেখে অনুপ্রাণিত হয়ে শেষমেশ জ্বলে ওঠেন মহম্মদ সিরাজও। তিনি মিচেল মার্শ এবং মার্নাস লাবুশেনকে ফেরত পাঠান।
Jasprit “Best in the World” Bumrah🔥👌
— Lasith Malinga (@malinga_ninety9) November 22, 2024
অভিষেককারী হর্ষিত রানা বোল্ড করে দেন ট্র্যাভিস হেডকে। বুমরার এমন উদ্দীপ্ত পারফরম্যান্সের পরেই লাসিথ মালিঙ্গা সরাসরি প্রাক্তন সতীর্থকে দুনিয়ার সেরা আখ্যা দিয়ে দেন। নিজের ফেসবুক প্রোফাইলে মালিঙ্গা লিখে দেন, 'দুনিয়ার সেরা'।
ওয়াসিম জাফর লিখে দেন, 'আনপ্লেয়েবল'। আকাশ চোপড়া আবার ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেনকে '২৪ ক্যারাট সোনা'র সঙ্গে তুলনা করে বসেন। আইপিএলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। বুমরার নিখুঁত ইয়র্কারের গোড়াপত্তন হয়েছিল মালিঙ্গার চোখের সামনেই। এখন মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্বে তিনি। বন্ধু-ভাই বুমরাকে তাই প্রশংসায় ভাসাতে দ্বিধা করলেন না তিনি।