Advertisment

Mohammed Shami rift with Rohit Sharma: বারবার ভুল তথ্য! রোহিতের সঙ্গে ধুন্ধুমার সংঘাত এবার শামির, টিম ইন্ডিয়ায় ভাঙন আড়াআড়ি

Mohammed Shami and Rohit Sharma: মহম্মদ শামি বনাম রোহিত শর্মার সংঘাতে উত্তাল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম, যার জেরে আড়াআড়ি ভাঙন টিম ইন্ডিয়ার শিবিরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Md Shami, Rohit Sharma, মহম্মদ শামি, রোহিত শর্মা,

Md Shami-Rohit Sharma: মহম্মদ শামি ও রোহিত শর্মা। (ছবি- টুইটার)

Mohammed Shami rift with Rohit Sharma: ফিটনেস বিতর্কে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে পেসার মহম্মদ শামির। এমনটাই জানা গিয়েছে। এডিলেড টেস্ট হেরে যাওয়ার পর রোহিত সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন যে, শামির 'হাঁটু এখনও ফোলা' আছে। তার পরই উভয়পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে বলে জানা গিয়েছে। গত দুই মাস ধরেই শামি দাবি করে আসছেন যে তিনি ভারতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর, রোহিত দাবি করে যাচ্ছেন যে শামি এখনও পুরোপুরি ফিট নন। তাঁর হাঁটু 'ফোলা' আছে। 

Advertisment

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ভারত ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তারপর শামি ভেবেছিলেন যে তাঁকে অস্ট্রেলিয়া সফরে ডাকা হবে। কিন্তু, তাঁকে ডাকা হয়নি। কারণ হিসেবে রোহিতই বলেছিলেন যে শামির চোট আছে। কিন্তু, তারপরই শামি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলেছেন। তার আগে রঞ্জি ম্যাচ খেলেছেন। চলতি বছরের শুরুতে তিনি গোড়ালির অস্ত্রোপচার করিয়েছেন। তারপর বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচই শামির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। সেই ম্যাচে ১৩ নভেম্বর তিনি মধ্যপ্রদেশের ৭ উইকেট নিয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স বেশ ভালো। 

অস্ট্রেলিয়ার কাছে ভারতের ১০ উইকেটে হারের পরে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মাকে শামির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই সময় রোহিত বলেন, 'শামির জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। আমরা ওঁকে পর্যবেক্ষণে রেখেছি। সৈয়দ মুশতাক আলির ট্রফিতে খেলার সময় ওঁর হাঁটুতে ফোলাভাব দেখা গেছে। তার জন্য ওঁর টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি বাধা পেয়েছে। আমরা সতর্ক থাকতে চাই। আমরা ওঁকে এখানে আনতে চাই না। যদি আবার চোট পায়!'

রোহিত আরও বলেন, 'আমরা শতভাগ নিশ্চিত হতে চাই। কারণ, অনেকগুলো দিন কেটে গেছে। আমরা এখানে এসে খেলার জন্য ওঁকে চাপ দিতে চাই না। ওঁর ওপর নজরদারি চলছে। সেটা আমরা চালিয়ে যাব। বিশেষজ্ঞরা অনুমতি দিলে আমরা ওঁকে দলে যোগ দেওয়ার জন্য ফোন করব। ও কতক্ষণ খেলতে পারে, সেটা দেখতে হবে। তবে, ওঁর জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা।'

Advertisment

পরিস্থিতি যাই হোক, সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে রোহিত এবং শামির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। গত মাসে, রোহিত যখন দাবি করেছিলেন যে শামির পায়ে চোট সারেনি, সেই সময় শামি দাবি করেছিলেন, একথা সত্যি না। তিনি ফিট আছেন। আর ভারতীয় দলের হয়ে খেলতে চাইছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড ভারতকে হারানোর পরে রোহিত এবং শামির দেখা হয়েছিল। কিন্তু, ভালো কথাবার্তাই হয়েছিল।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ, 'তারপরও শামি-রোহিতের কথাবার্তা হয়েছে। কিন্তু, সেই কথাবার্তা উত্তপ্ত হয়ে ওঠে। শামি যখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ছিলেন, তখন তিনি বেঙ্গালুরুতে প্রথম টেস্ট চলাকালীন রোহিতের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের বৈঠকে, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হয়েছিল। তিনি দলে জায়গা পাবেন কি না, তা নিয়েও কথা হয়েছিল। তখনই তাঁদের কথাবার্তা উত্তপ্ত হয়ে উঠেছিল।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্টের আগে রোহিত বলেছিলেন, 'এই মুহূর্তে, শামি চলতি সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিট হতে পারবেন কি না, তা বলা বেশ কঠিন। শামির হাঁটুতে ফোলাভাব ছিল। যা থাকার কথা না। ও প্রায় ফিট হয়ে উঠেছিল। ১০০% ফিট হয়ে গিয়েছিল। কিন্তু, ওঁর হাঁটুর ফোলাভাব কমেনি। এতেই ওঁর নতুন করে শুরু করার চেষ্টা মার খেয়েছে।' 

আরও পড়ুন- ম্যাচ জেতানো শতরানের পর হেডকে এরকম সেন্ড অফ কেন! সিরাজকে ধুয়ে দিলেন এবার এবিডিও

এরপরই প্রশ্ন ওঠে, রোহিত কি তাহলে জাতীয় দলে শামিকে চাইছেন না? মজার কথা হল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এখনও শামিকে সুস্থতার সার্টিফিকেট দেয়নি। বিসিসিআইও ছাড়পত্র দেয়নি শামিকে। এখন সামনেই বিজিটির ব্রিসবেন (গাব্বা) টেস্ট। তারপর রয়েছে মেলবোর্ন টেস্ট। এনসিএ শেষপর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে শামি।

cricket Rohit Sharma Mohammed Shami Cricket News Indian Cricket Team Australia Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment