Advertisment

Mohammed Siraj on Marnus Labuschagne: ক্রিজে ও নাটক করে, ভান করে! অজি তারকাকে নিয়ে প্রকাশ্যে বিস্ফোরণ সিরাজের

Border Gavaskar Trophy: পারথে প্ৰথম টেস্টে লাবুশেন বনাম সিরাজ সংঘাত আলোচনায় উঠে এসেছিল। সেই ডুয়েল নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়া তারকা। জানালেন বড় আপডেট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Siraj on labuschagne

Siraj on Labuschagne: লাবুশেনের মুখোশ খুললেন সিরাজ (স্ক্রিনগ্র্যাব)

Mohammed Siraj on Marnus Labuschagne in Border Gavaskar Trophy: লাবুশেন ক্রিজে আত্মবিশ্বাসী দেখানোর ভান করে। তবে ও সেরকম মোটেও নয়। এমনটাই জানালেন মহম্মদ সিরাজ। সিরাজের কথার যুক্তিও রয়েছে। পারথে প্ৰথম ইনিংস দুঃস্বপ্ন উপহার দিয়েছিল লাবুশেনকে।

Advertisment

কোনওরকমে ৫২ বল ফেস করে মাত্র ২ রান নিতে সমর্থ হয়েছিলেন। এর আগে এত কম স্ট্রাইক রেটে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও অজি ব্যাটার ব্যাট করেননি। ফার্স্ট ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া ম্যাচে ফেরে জসপ্রীত বুমরার অবিশ্বাস্য বোলিং স্পেলে ভর করে।

পাঁচ উইকেট নিয়ে অজিদের একাই ধ্বংস করে দেন বুমরা। লাবুশেন শরীরে একের পর এক বল হজম করে ৫২ বল ক্রিজে কাটাতে পেরেছিলেন। তবে করেছিলেন মাত্র ২ রান। অস্ট্রেলিয়ানদের মধ্যে নূন্যতম ৫০ বল ফেস করেছেন এমন ব্যাটারদের তালিকায় সবথেকে কম স্ট্রাইক রেট লাবুশেনের (৩.৮৪)।

আরও পড়ুন: ভারতকে আটকাতে সেরা তারকার অভিষেক ঘটাচ্ছে অস্ট্রেলিয়া! ব্যাটে আগুন, বলে সুনামি, নতুন চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়া

সিরাজের বলে লেগ বিফোর হয়ে যান লাবুশেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে নিষ্প্রভ থাকার পর লাবুশেনের উইকেট প্রাপ্তি স্বস্তি দিয়ে যায় সিরাজকে। তিনি পারথ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ছন্দে ফেরার বার্তা দিয়েছেন। ভারত-ও ২৯৫ রানে বিরাট ব্যবধানে জয় পেয়ে ডাউন আন্ডার সিরিজের সূচনা ঘটিয়েছে।

আর লাবুশেনের সঙ্গে মাঠের সংঘাতের বিষয়ে মুখ খুলে সিরাজ বলেছেন, চাপে পড়েও অজি তারকা আত্মবিশ্বাসী থাকার ভান করেন। "মার্নাসকে বল করতে বরাবর ভালো লাগে। কারণ ও চাপের মধ্যে খেলতে পছন্দ করে। বল খেলার চেষ্টা না করে লিভ করতে চায় ও। বল ডিফেন্ড করলে এমন ভাবভঙ্গি করে যেন ও আত্মবিশ্বাসী। তবে ওটা প্রকৃত আত্মবিশ্বাস নয়। আর আমি বরাবরই আত্মবিশ্বাসী থাকি।" ব্রডকাস্টার চ্যানেলে সঞ্চালক যতীন সাপ্রুকে হালকা ছলে সিরাজ এমনটাই বলেছেন রবি শাস্ত্রী এবং ওয়াসিম আকরামের উপস্থিতিতে।

Cricket Australia Border-Gavaskar Trophy Mohammed Siraj Australia Cricket Team
Advertisment