Australian Prime Minister Anthony Albanese's personal doctor huge fan of Virat Kohli: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ জানালেন যে কেন তিনি বিরাট কোহলির অটোগ্রাফ নিয়েছেন। কিন্তু, রোহিত শর্মার অটোগ্রাফ নেননি। বর্ডার-গাভাস্কার ট্রফি (বিজিটি ২০২৪-২৫) চলাকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বিরাট কোহলির দারুণ প্রশংসা করেছেন। তাঁর সাম্প্রতিক বিবৃতিতে, আলবানেজ বলেছেন যে তাঁর ব্যক্তিগত ডাক্তার বিরাট কোহলির একজন বিশাল ভক্ত। যখন তিনি বিরাটের সঙ্গে তাঁর ডাক্তারের সাক্ষাতের কথা জানতে পারেন, তখন তিনি রীতিমতো রোমাঞ্চিত হয়েছিলেন।
বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ২৮ নভেম্বর ক্যানবেরার সংসদ ভবনে অ্যান্টনি আলবানেজ টিম ইন্ডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ভারতীয় খেলোয়াড়রা পার্লামেন্টে গিয়ে আলবানেজদের সঙ্গে কথাবার্তা বলেন। বৈঠকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সেই সাক্ষাৎকারে আলবানেজ জানান, তাঁর ব্যক্তিগত ডাক্তার বিরাট কোহলির বিশাল ভক্ত। প্রধানমন্ত্রী আলবানেজ জানান, তাঁর ব্যক্তিগত ডাক্তার বিরাট কোহলির যেভাবে প্রশংসা করেছেন, তা কোনও ভক্তের চেয়ে কম কিছু না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করছেন জেনে, তাঁর ব্যক্তিগত চিকিৎসক রীতিমতো উৎসাহী হয়ে ওঠেন। আর, বিরাট কোহলির একটা অটোগ্রাফ তাঁকে এনে দেওয়ার অনুরোধ করেছিলেন।
এই প্রসঙ্গে আলবানেজ বলেন, 'আমার ব্যক্তিগত ডাক্তার বিরাট কোহলির একজন বিশাল ভক্ত। তিনি ফ্যানের চেয়ে কম কিছু নন। ঠিক এতটাই তিনি ক্রিকেট নিয়ে আবেগী। আমার ব্যক্তিগত ডাক্তার বিশ্বাস করতে পারছিলেন না, যে আমি মিস্টার কোহলির সঙ্গে দেখা করব। তিনি আমাকে কোহলির স্বাক্ষর করা কোনও কিছু এনে দেওয়ার আবেদন করেছিলেন। তাই কোহলির অটোগ্রাফ নিলাম।' বিজিটি ট্রফির পার্থ টেস্টে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানে জিতেছে। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে বিাট কোহলি তাঁর ৩০তম টেস্ট সেঞ্চুরি করেছেন। বিজিটি ২০২৪-২৫ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। এমনকী, পার্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। তারপর সমালোচনা আরও বেড়ে গিয়েছিল।
কিন্তু, সেসব মিটে যায় কোহলি ও যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টে দলকে ২৯৫ রানের জয় এনে দেওয়ার পর। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ভারত আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে। কোহলি পরবর্তী টেস্ট খেলবেন অ্যাডিলেডে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিবা-রাত্রির এই গোলাপি বলের টেস্ট শুরু হবে। সেই টেস্ট নিয়ে তিনিও যে রীতিমতো উত্তেজিত, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার খেলাপাগল প্রধানমন্ত্রী।
We don't need any PR. When you're big you're big. 🐐🔥 pic.twitter.com/wUq67fv18K
— Vahini🕊️ (@fairytaledust_) December 2, 2024
অ্যান্টনি আলবানেজ জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট অ্যাসেজ (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া) সিরিজের চেয়েও বড়। আলবানিজ, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ক্রমশ বিশ্বব্যাপী আকর্ষণ তৈরি হওয়ার প্রশংসা করেছেন। তিনি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তাঁর সফরের কথাও আলবানেজ মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি আইপিএলের ব্যাপক জনপ্রিয়তা এবং ভারতীয় ভক্তদের ক্রিকেট নিয়ে আবেগেরও তিনি প্রশংসা করেছেন।
আরও পড়ুন- রিঙ্কু-ভেঙ্কটেশ নন, IPL-এ চূড়ান্ত হল নাইটদের ক্যাপ্টেন! বড় দায়িত্বে টিম ইন্ডিয়ার সুপারস্টারই
আলবানেজ বলেছেন, 'আইপিএল এখন বিশ্ব ক্রিকেটের অংশ। প্রধানমন্ত্রী মোদী এবং আমি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট ম্যাচে উপস্থিত ছিলাম। ওই ম্যাচে ব্যাপক ভিড় হয়েছিল। ভারতে বিশ্বের যে কোনও মাঠের চেয়ে বেশি লোক খেলা দেখেন। আর, তাঁরা ক্রিকেট নিয়ে খুবই উৎসাহী। আমরা লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) ফাইনাল খেলেছি। সেখানে আমরা সফল। কিন্তু, তারপরও টেস্ট সিরিজের একটা আলাদা গুরুত্ব আছে। আগে কেবল তিন টেস্ট ম্যাচের সিরিজ হত। এখন তো সিরিজে টেস্ট ম্যাচের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে টেস্ট সিরিজের গুরুত্বও বেড়েছে।'