New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/06/JDDQjQho1eB2Tm0bSagO.webp)
KKR: ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। (ফাইল ছবি)
KKR: ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। (ফাইল ছবি)
Ajinkya Rahane KKR Next Captain: আইপিএল নিলাম হয়ে গিয়েছে। এখনও অধিনায়ক ঠিক করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই দাবি করছেন, রিংকু সিং হতে পারেন নাইটদের এবারের অধিনায়ক। অনেকে আবার ভেঙ্কটেশ আইয়ারের নাম বলছেন। রিংকু সিং বহু বছর ধরে কলকাতা নাইট রাইডার্সে আছেন। তাঁর মাইনেও এবার একধাপে অনেকটাই বাড়িয়ে দিয়েছে কেকেআর।
আর, ভেঙ্কটেশ আইয়ার আবার বিরাট অর্থে কেকেআরে যোগ দিয়েছেন। নিলামে তাঁকে ওই বিপুল অর্থে দলে নিয়েছে কেকেআর। তারই মধ্যে আবার শোনা যাচ্ছে যে, রিংকু সিং বা ভেঙ্কটেশ আইয়ার নন। বেস প্রাইসে বিক্রি হওয়া একজন খেলোয়াড় হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু, ২০২৫ আইপিএলের জন্য শ্রেয়সকে ধরে রাখেনি কেকেআর। তিনি এবার নিলামে পঞ্জাব কিংস দলে যোগ দিয়েছেন।
এবারের নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে। আর রিংকু সিংকে দলে রেখেছে ১৩ কোটি টাকা দিয়ে। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজিঙ্কা রাহানেকেই অধিনায়ক করতে চলেছে কেকেআর। তাঁকে এবার নিলামে বেস প্রাইসে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স কর্তারা। রাহানে মুম্বই রঞ্জি দলের অধিনায়ক। তিনি এবার টি২০ ক্রিকেটেও উল্লেখযোগ্য জায়গায় রয়েছেন। আর, সেই সূত্রে তিনিই নাকি এবার কেকেআরের ক্যাপ্টেন হওয়ার দাবিদার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অজিঙ্কার কেকেআর অধিনায়ক হওয়া একপ্রকার নিশ্চিত। সেখানে লেখা হয়েছে, 'উনি কেকেআরের অধিনায়ক হচ্ছেন, এটা প্রায় ৯০% নিশ্চিত। অধিনায়ক করার জন্যই তাঁকে কেকেআর কিনেছে।' রাহানে এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন। তিনি এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। রাহানে রাজস্থান রয়্যালসের অধিনায়কও ছিলেন।
আরও পড়ুন- বিপিএল থেকে মুখ ঘোরালেন সাকিব! জলে ডুবে গেল বাংলাদেশ ক্রিকেট
রাহানে বর্তমানে মুম্বইয়ে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে খেলছেন। ৩৬ বছরের রাহানেকে কলকাতা নাইট রাইডার্স এবার ১.৫ কোটি টাকায় কিনেছে। রাহানে বর্তমানে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলছেন। সেখানে ভালো পারফরম্যান্সও করছেন তিনি। নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও কেরলের বিরুদ্ধে তিনি ৬৮ রান করেছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে করেছেন ৫২ রান। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বর্তমানে মুম্বইয়ের অধিনায়কত্ব করছেন শ্রেয়স আইয়ার।