Advertisment

AUS vs IND: টেস্ট হারের পরেই উত্তেজিত আলোচনা অনুশীলনে! ভারতীয় ড্রেসিংরুমে অশান্তি চরমে

IND vs AUS: ছোট্ট একটা ছবি, সেই ছবিই ঝড় তুলল, প্ৰশ্ন তুলল টিম ইন্ডিয়া শিবিরে অশান্তি নিয়ে। এর আগে পার্থ টেস্ট হারার পর অস্ট্রেলিয়া শিবির থেকেও অশান্তির খবর মিলেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND, AUS, ভারত, অস্ট্রেলিয়া,

IND vs AUS: এডিলেডে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। (ছবি: স্ক্রিনগ্র্যাব এবং টুইটার)

Border Gavaskar Trophy: এডিলেড টেস্টে লজ্জাজনক হারের পর নেট সেশনে চাপানউতোর, ভারতীয় দলে অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তুলল। চলতি বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভয়ংকরভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। এডিলেডে ১০ উইকেটে হেরেছে ভারত। তারপরই ভারতীয় শিবিরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে এল। 

Advertisment

এর আগে জসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ ২৯৫ রানে জিতেছি টিম ইন্ডিয়া। যার ফলে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের শুরুটা দুর্দান্ত হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা টেস্ট দলে ফিরে বুমরার থেকে অধিনায়কের দায়িত্ব নেন। তারপরই টিম ইন্ডিয়া পরাজিত হল। 

এডিলেড ওভালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া তিনটি পরিবর্তন করেছিল। একটি হল রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন। দ্বিতীয় হল, শুভমান গিল দলে ফেরেন। আর, তৃতীয়টি হল দলে ঢোকেন রবিচন্দ্রন অশ্বিন। এই তিনটি পরিবর্তনের জন্য পার্থের জয়ী দল থেকে বাদ পড়েন দেবদত্ত পারিক্কল, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। 

পার্থ টেস্টের সফল যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটে ভাঙেননি অধিনায়ক রোহিত শর্মা। তিনি উলটে নিজেকে ব্যাটিং অর্ডারের নীচে নামিয়ে আনেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচে যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, দুই ইনিংসে ৮৪ রান করা নীতীশকুমার রেড্ডি বাদে ভারতের গোটা ব্যাটিং লাইন আপ এডিলেড টেস্টে ব্যর্থ হয়েছে। বুমরা ছাড়া বাকি বোলাররা সেভাবে সাফল্য পাননি। ফিল্ডাররাও ব্যর্থ হয়েছেন।

Advertisment

আর, এসবের সাহায্যেই অস্ট্রেলীয়রা এডিলেডে পার্থ টেস্টে হারের মধুর প্রতিশোধ নিয়েছে। ১০ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। কিন্তু, এই টেস্ট হারের পরই ভারতের কোচিং স্টাফদের অ্যানিমেটেড চ্যাট দর্শকদের ভ্রু কপালে তুলেছে। যা দেখে অনুমান করা হচ্ছে যে, এই হারের পর কোচিং স্টাফদের নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছে। সেই সংক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরালও হয়েছে।

আরও পড়ুন- খেলতে পারিনি আমরা! এডিলেড টেস্ট হারতেই প্রকাশ্যে দোষারোপ, বিতর্ক বাঁধালেন রোহিত

এক সাংবাদিক এডিলেড থেকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান টেন ডয়েশ্যাট, ফিল্ডিং কোচ টি দিলীপ কথা বলছেন। সেই ছবিতে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা যায়নি। ভাইরাল হওয়া এই ছবিতে মর্কেলের সঙ্গে অভিষেক নায়ারের কথাবার্তার অঙ্গভঙ্গি জল্পনার ঝড় তুলেছে। যাকে ঘিরেই অ্যানিমেটেড চ্যাট হয়েছে।

cricket Team-India Test cricket Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Team India Australia Cricket Team
Advertisment