/indian-express-bangla/media/media_files/2024/12/05/fQrA4MYhitSIi8kEfcD0.jpg)
Rohit Sharma batting position: নিজের ব্যাটিং পজিশন বদলে যাচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মার (টুইটার)
Rohit Sharma confirms KL Rahul as opener for Adelaide Test: শুক্রবার থেকেই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় ম্যাচ, অ্যাডিলেড টেস্ট। তার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন যে কেএল রাহুলই প্রথম টেস্ট ম্যাচের মত যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন।
গোলাপি বলের এই ম্যাচের আগে বৃহস্পতিবার অ্যাডিলেডে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই তিনি একথা বলেন। এই ব্যাপারে রোহিত বলেন, 'কেএল ওপেন করবে। ও যেভাবে ব্যাটিং করেছে, জয়সওয়ালের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছে, তাতেই প্রথম টেস্ট ম্যাচে জয় এসেছে। ভারতের বাইরে ও যেভাবে ব্যাটিং করল, ওপেনিং পজিশন ওঁর প্রাপ্য। আমি মাঝখানে কোথাও একটা ব্যাট করব। এই সিদ্ধান্তটা নিতে কোনও ভাবনাচিন্তা করতে হয়নি। ব্যক্তিগতভাবে যদিও আমার মত একজন ব্যাটারের পক্ষে এই সিদ্ধান্তটা মেনে নেওয়া সহজ ছিল না। কিন্তু, দলীয় স্বার্থে সেই সিদ্ধান্তই নিতে হয়েছে।'
বছর ৩৭-এর রোহিত শর্মা ২০১৯ সালে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরু থেকে ভারতীয় টেস্ট দলের ওপেন করছেন। কিন্তু, নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই রোহিতের ওপেন করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি রোহিতের পারফরম্যান্স আহামরি নয়।
আরও পড়ুন: ২০ ওভারেই ৩৪৯! টি২০র ইতিহাসে সব রেকর্ড খতম ভারতীয়দের পাল্লায়, ইতিহাস SMAT-এ
গত ছয় ইনিংসে তিনি একবার মাত্র হাফসেঞ্চুরি পেরিয়েছেন। করেছিলেন ৯৩ রান। তিন ম্যাচে তাঁর রানের গড় ১৫.১৬। অ্যাডিলেড টেস্ট ম্যাচে খেলছেন কি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন? তাঁরা অবশ্য অ্যাডিলেডের নেটে ব্যাট করেছেন।
তাঁদের ব্যাপারে রোহিত বলেছেন, 'ওঁরা দরকারে সিরিজের বাকি ম্যাচে খেলবে। সেটা আমরা পিচ দেখে সিদ্ধান্ত নেব।' দ্বিতীয় সন্তানের জন্মের জেরে পার্থে প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মা খেলতে পারেননি। রোহিতের বদলেই রাহুল দলের ওপেন করেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে রাহুল ও জয়সওয়াল বিরাট রানের পার্টনারশিপ তৈরি করেন। তাঁরা পার্টনারশিপে ২০১ রান করেন। যা ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের জয় এনে দিয়েছে।
ওপেনার হিসেবে রোহিতের পারফরম্যান্সও নেহাত খারাপ নয়। ৬৪ ইনিংসে তিনি ৯টি সেঞ্চুরি-সহ ২,৬৮৫ রান করেছেন। পার্থ ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে একমাত্র স্পিনার হিসেবে দলে রেখেছিল টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থের পিচে সিমাররাই মূলত ভারতের বোলিং আক্রমণ সামলেছেন।
অশ্বিন আর জাদেজার ব্যাপারে রোহিত বলেন, 'আমি ব্যক্তিগতভাবে জানতাম না যে অশ্বিন এবং জাদেজা পার্থ টেস্ট খেলবে না। সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। এই দু'জন সিরিজের বাকি ম্যাচে খেলবে। অতীতে ওঁরা ভালো খেলেছে। আমরা পিচ দেখে সিদ্ধান্ত নেব।'
পাশাপাশি, ওয়াশিংটন সুন্দরেরও প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, 'ও দলের মূল্যবান অলরাউন্ডার। ওয়াশিংটন গত সফরে অস্ট্রেলিয়ায় এসেছিল। ভালো রান করেছিল। উইকেটও নিয়েছিল। দুর্ভাগ্য যে ও চোট পায়। ওঁর মত খেলোয়াড় থাকলে, দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি আমি শুধু চাই যে ও চোটমুক্ত থাকুক। আর, তাহলেই ওঁর পারফরম্যান্স ভালো হবে।'