Rohit Sharma Deboards Team Bus as Yashasvi Jaiswal Faces Disciplinary Heat: অ্যাডিলেড থেকে যাওয়ার কথা ছিল। ভারতীয় দলের কর্তারা জানিয়েছিলেন, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা ছাড়া জাতীয় দলের সব খেলোয়াড় পরিবারের সদস্যদের নিয়ে একটি চার্টার্ড ফ্লাইটে ব্রিসবেনে যাবেন। হোটেল থেকে রওনা হওয়ার কথা ছিল সকাল ৮টা ৩০-এ। তার আগে প্রধান নির্বাচক অজিত আগরকার, ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা হোটেলের লবিতে জড় হয়েছিলেন। ছিলেন অন্য খেলোয়াড়রাও। কিন্তু, যশস্বী জয়সওয়াল সেখানে হাজির ছিলেন না।
এমনিতে যশস্বী বেশ সময় মেনেই সবকিছু করেন। কিন্তু, তিনি হোটেলের লবিতে জড় হতে দেরি করেন। এটা রোহিতের ভালো লাগেনি। তিনি যশস্বীর এভাবে দেরির জন্য ফ্লাইট মিস করা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তিনি দলের লজিস্টিক ম্যানেজারকে যশস্বীর খোঁজ করতে অনুরোধ করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, 'পরে দেখা যায় ব্যবস্থাপনার দায়িত্ব থাকা টিম ইন্ডিয়ার কর্তা, দলের নিরাপত্তা আধিকারিক বাস থেকে নামছেন। তাঁরা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন। তারপর সবাই বাসে উঠে বসেন। বাস ছেড়ে দেয়।' যশস্বীর দেরি হওয়ার কারণ জানা যায়নি।
বাস ছাড়ার ২০ মিনিট পরে জয়সওয়াল হোটেলের লবিতে পৌঁছন। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 'টিম ম্যানেজমেন্ট তাঁর জন্য একটি গাড়ির ব্যবস্থা করেছিল। দলের সিনিয়র নিরাপত্তা আধিকারিক যশস্বীর সঙ্গে ওই গাড়িতে চেপে বিমানবন্দরে যান।'
যাইহোক, শেষ পর্যন্ত জানা গিয়েছে যে- ভারতীয় খেলোয়াড়রা বুধবার ব্রিসবেনে পৌঁছেছেন। যাত্রার ধকলের জন্য অনুশীলনে একদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার দলের সব সদস্য উপস্থিত ছিলেন। টিম ইন্ডিয়া অনুশীলনও করেছে। অনুশীলন দেখতে উপস্থিত দর্শকদের চোখ ছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলির দিকে। দিবা-রাত্রির এডিলেড টেস্ট ম্যাচে ভারত কার্যত অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। রোহিত ও বিরাট ওই ম্যাচে ঠিকঠাক খেলতেই পারেননি। ব্রিসবেনের ম্যাচে তাঁরা কেমন খেলেন, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- ভারতে গিয়েই জড়িয়ে পড়ি ম্যাচ ফিক্সিংয়ে, খতম হয় কেরিয়ার! বিস্ফোরক স্বীকারোক্তি এবার ক্রিকেট সুপারস্টারের
কোহলিকে স্বাভাবিক মেজাজে অনুশীলন করতে দেখা গিয়েছে। সহকারি কোচ রায়ান টেন ডোসচেটের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ব্যাটিংয়ের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করছিলেন। এই সিরিজে বারবার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে আউট হয়েছেন কোহলি। তার মধ্যেই পার্থের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। অনুশীলনে দেখা গিয়েছে, রোহিত মিডল অর্ডারেই ব্যাট করছেন। সিরিজের ফল আপাতত ১-১।