Advertisment

Rohit Sharma on Mohammed Shami injury update: সুপার ফ্লপ সিরাজ-রানা! এডিলেডে হারের পরেই শামিকে নিয়ে চরম দুঃসংবাদ ক্যাপ্টেন রোহিতের

Mohammed Shami injury update: শামিকে নিয়ে বড়সড় দুঃসংবাদ দিলেন ক্যাপ্টেন রোহিত, আরও সমস্যা বাড়ল ভারতের। সিরিজে রবিবারই সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, Mohammed Siraj, Rohit Sharma, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রোহিত শর্মা,

Mohammed Shami-Mohammed Siraj-Rohit Sharma: মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও রোহিত শর্মা। (ছবি: টুইটার)

Rohit Sharma on Mohammed Shami: এডিলেড টেস্টে হারার মধ্যেই মহম্মদ শামি সম্পর্কে ভয়ংকর নিরাশার খবর শোনালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, ‘সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলতে গিয়ে শামির হাঁটু কিছুটা ফুলে গিয়েছিল।’ গত বছর আয়োজিত একদিনের বিশ্বকাপ ট্রফি খেলার পর থেকেই চোটের জন্য শামি টিম ইন্ডিয়ার বাইরে। তিনি ব্রিসবেনে ভারতীয় দলে ফিরতে চাইছিলেন। 

Advertisment

এখনও বর্ডার-গাভাসকার ট্রফির তিনটি ম্যাচ বাকি। সেই তিনটি ম্যাচের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরতে চান শামি। ইতিমধ্যেই তিনি রঞ্জি এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলে নিজেকে ফিট প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু, তাতে সন্তুষ্ট নয় ভারতীয় বোর্ড। শামিকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে সুস্থতার পরীক্ষা দিতে হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন বোর্ড কর্তারা। এই পরিস্থিতিতেই শামির ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। 

তিনি জানিয়েছেন, মহম্মদ শামির জন্য অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট স্কোয়াডে যোগ দেওয়ার দরজা খোলা। টিম ম্যানেজমেন্ট মহম্মদ শামির ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। এডিলেডে ভারতের ১০ উইকেটে পরাজয়ের পর এই ব্যাপারে রোহিত সাংবাদিকদের বলেন, 'আমরা ওঁকে পর্যবেক্ষণে রেখেছি। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার সময়, শামির হাঁটু ফুলে গিয়েছিল। সেটাই ওঁর টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতিতে বাধা দিচ্ছে। এখানে এসে ও আরও চোটের মধ্যে পড়বে। এই পরিস্থিতিতে আমরা ওঁকে এখানে আনতে চাই না।'

রোহিত আরও বলেন, 'শামির চোটটা অনেক দিন হয়ে গেল। আমরা ওঁর ফিটনেস নিয়ে একশোভাগের বেশি নিশ্চিত হতে চাই। চোটগ্রস্ত অবস্থায় এখানে এনে ওঁকে দলের ওপর চাপ বাড়াতে চাই না। চোট আঘাতের ব্যাপারে যাঁরা বিশেষজ্ঞ, তাঁরা ওঁকে দেখছেন। তাঁরা কী বুঝতে পারলেন, তা জানার জন্য অপেক্ষা করছি। ওঁদের রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা ওঁকে ফোন করব। বিশেষজ্ঞরা ওঁর প্রতিটি খেলা দেখছে। চার ওভার বল করার পর ওঁর কী অবস্থা হয়, সেদিকে নজর রাখছে। ২০ ওভারের ম্যাচে ও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে, সেদিকে নজর রাখা হচ্ছে। কিন্তু, এটা সত্যি যে ওঁর জন্য যে কোনও সময় ভারতীয় দলের দরজা খোলা।'

Advertisment

আরও পড়ুন- দেখিনি কী হয়েছে... হেডের সঙ্গে সংঘাতে সিরাজের পাশ থেকে সরে বিস্ফোরক বয়ান রোহিতের

শামি শেষবার ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে টেস্ট খেলেছেন। আর, ২০২৩ সালের নভেম্বরে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষবার একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ৩৪ বছর বয়সি ক্রিকেটার সম্প্রতি মুশতাক আলি ট্রফি খেলেছেন। রঞ্জি ট্রফিতেও খেলেছেন। তিনিই ছিলেন বাংলার পেস আক্রমণের নেতৃত্বে। মুশতাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। 

Rohit Sharma Test cricket Mohammed Shami Cricket News Indian Cricket Team Australia Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy Syed Mushtaq Ali Trophy
Advertisment