Rohit Sharma on Mohammed Siraj and Travis Head send off row during day night pink ball test: ট্রাভিস হেড বিতর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি বিষয়টিকে বাড়তে না দেওয়ার চেষ্টা করেছেন। আর, এই বিতর্কে সরাসরি দলের খেলোয়াড় মহম্মদ সিরাজের পাশে দাঁড়াননি। এডিলেড টেস্টে মহম্মদ সিরাজের সঙ্গে ট্রাভিস হেডের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। তারপরই মুখ খুলেছেন হেড এবং সিরাজ। এবার মুখ খুলতে হল রোহিতকেও।
ভারত এডিলেড টেস্ট ইতিমধ্যে ১০ উইকেটে হেরে গিয়েছে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের ২য় দিনে হেডকে আউট করে সিরাজ। তারপরই সমস্ত নজরটা চলে যায় মহম্মদ সিরাজ এবং ট্র্যাভিস হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের দিকে। ট্র্যাভিস হেড তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে, দাবি করেছেন যে তিনি ভারতীয় পেসারকে শুধুমাত্র 'ভাল বল করেছ' বলেছেন। কিন্তু, সিরাজের দাবি, হেড মিথ্যা বলছেন। তিনি অন্য কিছু বলেছিলেন। তাতেই বিতর্ক তৈরি হয়।
এই ইস্যুতে রোহিতকে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম। সেখানে ভারত অধিনায়ক জানিয়েছেন যে, খেলার মাঠে এমনটা হয়েই থাকে। ম্যাচ পরবর্তী রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, 'আমি স্লিপে দাঁড়িয়ে ছিলাম। জানি না কী হয়েছে। দুটো প্রতিযোগী দলের মধ্যে এমনটা হয়েই থাকে। ট্র্যাভিস ভালো ব্যাটিং করছিল। আমাদের পরিকল্পনা ছিল, ওঁকে আউট করা। আর, ট্র্যাভিস আমাদের বোলারদের চাপে রাখতে চাইছিল। শেষে আমরা উইকেট পেয়েছি। সিরাজ সেই নিয়েই আনন্দ করছিল।'
রোহিতকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল, দু'জনের মধ্যে কী কথা হয়েছে? জবাবে রোহিত বলেছেন, 'ওঁরা দু'জনে কিছু কথা বলেছে। ঠিক জানি না কী বলেছে। আমার তো শুধু ওটা দেখলে চলবে না। আমি দলের হয়ে গোটা খেলার দায়িত্বে ছিলেন। সব সময় সবদিকে নজর দেওয়া সম্ভব না। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে, এসব হতেই পারে।'
আরও পড়ুন- হায়দরাবাদে এলেই অ্যারেস্ট করা হোক ট্র্যাভিস হেডকে! DSP সিরাজকে বিস্ফোরক পরামর্শ হরভজনের
এই ঘটনা সিরাজের ওপর বড় কোনও প্রতিক্রিয়া ফেলবে না বলেও জানিয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন, সিরাজ বড়মাপের খেলোয়াড়। ও পরিস্থিতি সামলাতে জানে। ও এই ধরনের ঘটনার সঙ্গে অভ্যস্ত। তাই হেডের কথা কথা কাটাকাটি ওঁর ওপর কোনও প্রভাব ফেলবে না।