/indian-express-bangla/media/media_files/2024/12/09/2RGmc0B1vn8fpi6E9egQ.jpg)
Rohit Sharma: জাতীয় দলে ফিরেই ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা (টুইটার)
Sunil Gavaskar Ravi Shastri on Rohit Sharma batting position: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং স্লটে ফিরলেই সাফল্য পাবেন রোহিত। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তনী- রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার। পারথ টেস্টে ভারতের জয় এসেছিল রোহিত শর্মাকে ছাড়াই।
তারপরে দলের সঙ্গে যোগ দিয়ে রোহিত শর্মা বলে দিয়ে দিয়েছিলেন দলের কম্বিনেশন ভাঙবেন না তিনি। তাই কেএল রাহুলের ওপেনিং করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। রোহিত ওপেনিং স্লট ছেড়ে দিয়ে নেমেছিলেন ছয় নম্বরে। তবে পারথে ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারেননি এডিলেডে।
গোলাপি বলের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৭ এবং ৭ করেছিলেন। অন্যদিকে, রোহিত বহুদিন পর মিডল অর্ডারে নেমে নিজের চেনা ছন্দে ছিলেন না। দুই ইনিংস মিলিয়ে করেছেন যথাক্রমে ৩ এবং ৬। রবি শাস্ত্রী স্টার স্পোর্টস-এ বলে দিয়েছেন, "এই কারণেই ওঁকে ইনিংসের শুরুতে প্রয়োজন। এই পজিশনেই ও আগ্রাসী হয়ে নিজেকে প্রকাশ করতে পারে। ওঁর শারীরিক ভাষা দেখে মনে হয়েছে কিছুটা গুটিয়ে রয়েছে।"
আরও পড়ুন: ১৩ ডট, গতির ঝড়, ব্যাটে ১৭ বলে ৩২! মহম্মদ শামির হিরোগিরিতে বাংলার দাদাগিরি SMAT-এ
জাতীয় দলের প্রাক্তন কোচ বলে দিয়েছেন, "ওঁকে দলের সঙ্গে আরও বেশি ইনভলভড দেখতে চাই। আরও বেশি চনমনে দেখতে চাই। মনে হয়না মাঠে ও এরকম ছিল।"
গাভাসকার আবার বলেছেন, "ওঁর নিয়মিত স্লটে নামুক। মনে রাখতে হবে, রাহুল কেন ওপেন করেছিল। প্ৰথম টেস্টে রোহিতকে পাওয়া যায়নি বলেই ওঁকে শুরুতে নামতে হয়েছিল। ওঁকে এডিলেডে কেন ওপেন করানো হয়েছিল, সেটাও বোধগম্য। আগের টেস্টেই জয়সওয়ালের সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ খেলেছিল ও।"
"এডিলেডে রাহুল যেহেতু রান করতে পারেনি। তাই রোহিতকে ওপেন করিয়ে ওঁকে ৫-৬'এ নামানো হোক। রোহিত ওপেনিংয়ে নেমে দ্রুত গতিতে রান করলে পরে শতরান করার সুযোগ ও পাবে।"