Syed Mushtaq Ali Trophy 2024 Pre Quarter Final Result, Bengal vs Chandigarh: মহম্মদ শামির অলরাউন্ড পারফরম্যান্স আর সায়নের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফি (এসএমএটি)-তে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা দল। যখন তাঁর চোট-আঘাত নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া থেকে নানা কথা বলছেন, সেই সময় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তার জবাব দিলেন বাংলার ক্রিকেটার। আর, সেটা দিলেন চণ্ডীগড়কে হারিয়ে।
এই ম্যাচে ৩ রানে পরাজিত হয়েছে চণ্ডীগড়। বাংলার কোয়ার্টার ফাইনালে পরবর্তী ম্যাচে বরোদার বিরুদ্ধে। ১১ ডিসেম্বরের ওই ম্যাচে দলের পারফরম্যানস কেমন হয়, সেদিকে তাকিয়ে থাকবেন রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। সোমবারের ম্যাচে শামির সঙ্গে বাংলার দলের হয়ে দুর্দান্ত খেলেছেন বোলার সায়ন ঘোষ।
এই ম্যাচে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল চণ্ডীগড়। প্রথমে ব্যাট করে ২০ ওভার ৯ উইকেটে ১৫৯ রান তোলে বাংলা দল। জবাবে ২০ ওভার ৯ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় চণ্ডীগড়ের ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার করণলাল। তিনি ৩৩ রান করেছেন। আর, দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শামি। তিনি ১০ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে দুর্দান্ত ৩২ রান করেন।
আরও পড়ুন- সবসময়ই KKR ক্যাপ্টেন হতে চেয়েছি! জল্পনা বাড়িয়ে এবার সরাসরি মুখ খুললেন IPL জয়ী নাইট তারকা
চণ্ডীগড়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন রাজ বাবা। তিনি করেছেন ৩২ রান। প্রদীপ যাদব করেছেন ২৭ রান। চণ্ডীগড়ের ওপেনার তথা অধিনায়ক মনন ভোরা করেছেন ২৩ রান। পরের দিকে নেমে নিখিল শর্মা করেছেন ২২ রান। কিন্তু, তারপরও জয়ের কাছে এসে তরী ডুবেছে চণ্ডীগড়ের। বাংলার বোলার সায়ন ঘোষ ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আর শামি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। সোমবার হেরে যাওয়ার পর এই মরশুমের মত সৈয়দ মুশতাক আলি ট্রফিতে চণ্ডীগড়ের অভিযান শেষ হল।
শুধু এই ম্যাচই নয়, মহম্মদ শামি একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। আর, তার মাধ্যমে তাঁকে ভারতীয় দলে ফেরানোর দাবি জোরদার করছেন। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে এডিলেড টেস্ট হেরে রীতিমতো চাপে রয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তাঁরা তাঁকে কতক্ষণ ছলছুতো খুঁজে উপেক্ষা করতে পারেন, সেটাই আরও ভালো পারফরম্যান্স উপহার দিয়ে দেখে নিতে চান শামি। এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।