Australia vs India: আঙুলে চোট পেয়ে প্ৰথম টেস্টে খেলতে পারেননি শুভমান গিল। দ্বিতীয় টেস্টের আগেই তিনি ফিট হয়ে উঠেছেন। নভেম্বরের ৩০ তারিখ থেকে মানুকা ওভালে ভারত এক প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে। সেই ম্যাচের আগে শুভমান গিলকে নেট অনুশীলনে ব্যাট করতে দেখা গেল।
প্ৰথমে ক্রমাগত গতি বাড়ানো থ্রো ডাউনের মোকাবিলা করলেন। আধঘন্টা থ্রো ডাউনের প্র্যাকটিস করার পর গিলকে দেখা যায় নেটে প্রসিদ্ধ কৃষ্ণ, ইয়াশ দয়াল, আকাশ দীপদের মত বোলারদের ফেস করতে।
আবহাওয়ার পূর্বাভাস
পিঙ্ক বলের অনুশীলন ম্যাচের আবহাওয়া মোটেও আশাপ্রদ নয়। সপ্তাহান্ত জুড়েই বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এমনকি শুক্রবারেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যেই ভারতীয় দল অনুশীলন করল।
ফিরছেন রোহিত
নেটে প্ৰথমবার ভারতীয় দলের সঙ্গে পুরোদস্তুর অনুশীলন করতে নামলেন রোহিত শর্মাও। পারথে প্ৰথম টেস্ট চলাকালীন রোহিত একাকী অনুশীলন সেরেছিলেন। মানুকা ওভালে তিনিই প্রথম ব্যাট করতে নামলেন। তারপরেই তাঁর সঙ্গে যোগ দেন জয়সওয়াল এবং বিরাট কোহলি।
আরও পড়ুন: ১৪ কোটিতে বিক্রি হয়েছেন একদিন আগেই! এবার দল বদলাতে রাহুলের আর্জি দিল্লি মালিক জিন্দালকে
দলের বেশ কয়েকজন আবার ওয়ার্ম আপ করলেন দৌড়াদৌড়ি, বৃত্তাকারে দাঁড়িয়ে ফুটবল মাটিতে পড়তে না দিয়ে টাচ ফুটবলে অংশ নিলেন। কেউ তা মিস করলেও তীব্র হাসি ঠাট্টায় ভরিয়ে দেওয়া হচ্ছিল তাঁকে। সরফরাজ খান যেমন মিস করে বসলেন একবার। তিনি বলার চেষ্টা করলেন, বল তাঁর কাছ থেকে দূরে ছিল। তবে তাঁর কথা কেউ শুনলে তো!
যাইহোক, নেট অনুশীলনে জসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ বল করেননি। রানা যখন নেটের পাশ দিয়ে হাঁটছিলেন। সেই সময় বুমরা স্বয়ং তাঁকে বলেন, আরে বৃষ্টি পড়ছে তো! রানার জবাব, "আরে দেখছিলাম, কী হচ্ছে!" গোটা ঘটনায় যা বোঝা গেল, শুভমান গিলের দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন নিশ্চিত।