Advertisment

Mohammed Siraj bowling speed: শোয়েবের লেগ্যাসি ভেঙে ১৮১ কিমিতে বল সিরাজের, গতির রেকর্ড! তারপরেই মূল রহস্য ফাঁস

IND vs AUS, Pink Ball Test: গোলাপি বলে মহম্মদ সিরাজ উইকেটশূন্য থাকলেন এডিলেড টেস্টে। টানা বল করেও লাবুশেন-ম্যাকসোয়েনির জুটি ভাঙতে পারলেন না তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Siraj bowling speed

Mohammed Siraj bowling speed: যান্ত্রিক ত্রুটিতে সিরাজের গতির রেকর্ড (টুইটার)

Mohammed Siraj bowling speed in Pink Ball Test: পিঙ্ক বলের টেস্টে বল হাতে দিনটা মনের মত হল না মহম্মদ সিরাজের। বুমরার সঙ্গে ওপেনিং স্পেলে বল করতে এসেছিলেন। তবে টানা বল করেও উইকেট শূন্য থাকতে হল তাঁকে। বুমরার সঙ্গে নতুন বল হাতে চাপ দেওয়া স্পেল উপহার দিয়েছিলেন। তবে দিনের শেষে তাঁর নামের পাশে জমা হয়নি কোনও উইকেট।

Advertisment

এর মধ্যেই অন্যরকম এক ঘটনার সাক্ষী থাকলেন সিরাজ। টানা বল করার সময়েই একসময় তাঁর এক ডেলিভারির গতি রেকর্ড করা হল ১৮১ কিমিরও বেশি গতিতে। বর্তমানে ক্রিকেট বিশ্বে সর্বাধিক গতির রেকর্ড রয়েছে শোয়েব আখতারের ১৬১ কিমির। তবে সেই রেকর্ডের থেকেও আরও ২০ কিমি গতিতে কী বল করলেন সিরাজ? সেই নিয়েই জল্পনা চরমে উঠল।

অজি ব্যাটাররা তৃতীয় সেশনের পুরোটাই ব্যাট করছিলেন। সেই সেশনেই সিরাজের বলে দেখা যায় স্পিডোমিটার লিখে দিয়েছে ১৮১ কিমি গতি। সঙ্গেসঙ্গেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায় যান্ত্রিক ত্রুটিতেই সিরাজের ডেলিভারির গতি আকাশ ছোঁয়া হিসাবে উপস্থাপিত হয়েছে।

Advertisment

সঙ্গেসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে মিম বানানো চালু হয়ে যায়। কয়েকদিন আগেই পুলিশের সম্মানিক 'ডিএসপি' পদমর্যাদা প্রাপ্তি হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখতে থাকেন, ডিএসপি সিরাজ শোয়েব আখতারের লেগ্যাসি ভেঙে দিলেন।

যাইহোক, এডিলেডের দিন রাতের টেস্ট জোড়া যান্ত্রিক বিভ্রাটের সাক্ষী থাকল। সিরাজের বোলিংয়ে স্পিডোমিটার যেমন ভুল তথ্য প্রদান করল, তেমনই ফ্লাডলাইট যান্ত্রিক ত্রুটিতে দুবার বন্ধ হয়ে গেল। ক্রিকেটারদের বেশ কিছুক্ষণ অন্ধকার মাঠে কাটাতে হল।

আরও পড়ুন: লাবুশেনকে বল ছুড়ে মারতে গেলেন সিরাজ, বিধ্বংসী ঘটনায় উত্তাল পিঙ্ক বলের টেস্ট, রইল গনগনে ভিডিও

এদিকে, উইকেট শূন্য থাকায় সিরাজের হতাশাও চরমে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। সেই সময়ে সিরাজ যখন রান আপ চালু করে দিয়েছেন, সেই সময়ে সাইটস্ক্রিনের কাছে এক সমর্থক সমস্যা তৈরি করেন লাবুশেনের জন্য। কাঁচের লম্বা ফানেল নিয়ে যাচ্ছিলেন তিনি। দৃষ্টিতে বাধা পড়তেই নিজেকে স্ট্যান্স থেকে সরিয়ে নেন লাবুশেন।

তবে বল করা থামাননি। বরং বাধা তৈরি হতে সিরাজ থেমে গিয়েও বল ছুঁড়ে দেন লাবুশেনের দিকে। তারপরেই দুই তারকা বাক্য বিনিময় করেন। যা সিরাজের হতাশার বহিঃপ্রকাশ হিসাবেই দেখা হচ্ছে। দিনের শেষে অবশ্য লাবুশেনই শেষ হাসি হেসেছেন।

নিজের উইকেট অক্ষত রেখেছেন। তিনি ২০ রানে ব্যাট করছেন। নাথান ম্যাকসোয়েনিও ৩৮ করে খেলছেন। ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে লড়াকু ইনিংস উপহার দিয়ে ৮৬/১ তুলে ফেলেছে।

Cricket Australia Australia Team India Team-India Mohammed Siraj Indian Cricket Team Team India Shoaib Akhtar Australia Cricket Team
Advertisment