Advertisment

Sunil Gavaskar slams Bharat Army: তেরঙার চরম অপমান অস্ট্রেলিয়ায়! ক্রিকেট মাঠেই ক্ষোভে ফেটে পড়লেন গাভাসকার, করলেন নজিরবিহীন কাণ্ড

Border Gavaskar Trophy: ভারত আর্মিকে নিয়ে এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি সুনীল গাভাসকার। পতাকায় ফ্যান গ্রুপ নিজেদের গ্রুপের নাম লেখায় সমস্যার সূত্রপাত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sunil Gavaskar slams Bharat Army

Sunil Gavaskar slams Bharat Army: সুনীল গাভাসকার একহাত নিয়েছেন ভারত আর্মিকে (সুনীল গাভাসকার এবং ভারত আর্মির সোশ্যাল মিডিয়া)

Indian Tricolor disrespected, Sunil Gavaskar slams Bharat Army: পারথ টেস্ট চলার সময়েই বিতর্কে জড়িয়ে পড়ল ভারতের সবথেকে বড় ক্রিকেট সমর্থক গোষ্ঠী- ভারত আর্মি। জাতীয় পতাকার ওপরে 'ভারত আর্মি' লিখে অপটাস স্টেডিয়ামে ওড়াতে দেখা গিয়েছিল ফ্যান গ্রুপটিকে।

Advertisment

এরপরেই কমেন্ট্রি করার সময় একহাত নেন সুনীল গাভাসকার। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে গাভাসকার অবিলম্বে পতাকা পাল্টে ফেলার পরামর্শ দিলেন তিনি।

এবিসি স্পোর্টস-এ কমেন্ট্রি করার সময় গাভাসকার বলে দিয়েছেন, "ভারতে এটা কোনওভাবেই গ্রহণীয় নয়। আমার মনে হয় না ওঁরা, এই সমর্থকরা সত্যি ভারতীয়। জানি না ওঁদের কতজনের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। তাই ওঁরা হয়ত জাতীয় পতাকার মর্যাদা, গুরুত্ব, ঐতিহ্য সম্পর্কে অবহিত নয়।"

ফলো করুন পারথ টেস্টের লাইভ আপডেটস

"দেশের বাইরে ওঁরা যেভাবে জাতীয় দলকে সমর্থন করে বেড়ায়, তাতে সমস্ত ভারতীয়, এমনকি আমিও ওঁদের তারিফ করি। এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। কিন্তু আমি অনুরোধ করব, জাতীয় পতাকার ওপর যেন ওঁরা নিজেদের গ্রুপের নাম লেখা থেকে বিরত থাকে।"

"সম্ভব হলে নিজেদের কোনও পতাকা বানিয়ে নিক ওঁরা। ওঁরা যদি নিজস্ব কোনও পতাকার নকশা আঁকে, তাহলে আমিও গর্বের সঙ্গে তা পরে থাকব।"

ভারতীয় সংবিধানের জাতীয় সম্মাননা বিধি অনুযায়ী, কোনওভাবেই জাতীয় পতাকার ওপর কোনও হরফ, মুদ্রা অঙ্কন করা যায় না। তাহলে তা জাতীয় পতাকার অবমাননা হিসাবে ধরা হবে। যা গর্হিত অপরাধ।

সেই বিধিতে স্পষ্ট বলা রয়েছে, "কোনও ব্যক্তির কোমরের নিচে পরা কোনো বর্ণনার পোশাক বা উর্দি বা আনুষঙ্গিক কোনো অংশ হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না বা এটি কুশন, রুমাল, ন্যাপকিন, অন্তর্বাস বা কোনও পোশাকের সামগ্রীতে চিকনের কাজ বা প্রিন্ট করা যাবে না।"

১৯৯৯-এ ভারত আর্মি তৈরি করা হয়েছিল। জাতীয় দলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে বছরের পর বছর জড়িয়ে রয়েছে এই ফ্যান গ্রুপ। বর্তমানে এই গ্রুপের বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লক্ষ ৬০ হাজার সমর্থক জড়িত রয়েছেন।

Sunil Gavaskar Cricket Australia Australia Indian flag Border-Gavaskar Trophy Australia Cricket Team Bharat
Advertisment