/indian-express-bangla/media/media_files/2024/12/08/ObKdNTPmgp3NboMfbL99.jpg)
Rohit Sharma-Adelaide Test Loss: এডিলেড টেস্টে হারের পর সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা। (ছবি- টুইটার)
Rohit Sharma statement after Adelaide day night pink ball test loss: পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভয়ংকরভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। রবিবার এডিলেডে ১০ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক স্বীকার করে নিলেন যে, ভারত ভালো খেলতে পারেনি। সুবর্ণ সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আর, উলটোদিকে অস্ট্রেলিয়া নিজেদের কাজগুলো ঠিকমতো করে গিয়েছে। এডিলেড টেস্টের দুটো ইনিংসেই ভারতীয় ব্যাটাররা নিরাশ করেছেন। রোহিত-কোহলির মত অভিজ্ঞরা পর্যন্ত কিছুই করতে পারেননি। যার ফলে, ম্যাচের মাত্র তিন দিনেই খেলার ফয়সালা হয়ে গিয়েছে।
প্রথম ইনিংসে ভারত ১৮০ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানেই থেমে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তার মধ্যেই নীতীশকুমার রেড্ডি কিছুটা হলেও চেষ্টা করেছিলেন। কিন্তু, একা নীতীশ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। শেষ পর্যন্ত জেতার জন্য অস্ট্রেলিয়ার কাছে ছিল মাত্র ১৯ রানে টার্গেট। সেই লক্ষ্য পূরণ করতে অস্ট্রেলিয়ার কোনও সমস্যা হয়নি। মাত্র, ৩.২ ওভারেই অস্ট্রেলিয়া জয়ের সীমায় পৌঁছে যায়।
এই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, 'এটা আমাদের কাছে এক হতাশার সপ্তাহ। আমরা ভালো খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলায় সুযোগ পেলেও আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। তার জন্যই হেরেছি।' অস্ট্রেলিয়া তৃতীয় দিনের প্রথম সেশনেই ম্যাচটি জিতে নিল। আর সেই কারণে অ্যাডিলেডের এই দ্বিতীয় টেস্ট, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকল। আর, প্রতিপক্ষকে অলআউট করার বিচারে এই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ হয়ে রইল।
পার্থ টেস্টে ভারত কয়েকদিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সাংবাদিক বৈঠকে সেই পার্থ টেস্ট নিয়েও মুখ খুলেছেন রোহিত শর্মা। তিনি পার্থ টেস্ট খেলতে পারেনি। সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, বুমরার নেতৃত্বে পার্থে ভারত অত্যন্ত ভালো একটা জয় পেয়েছে। ২৯৫ রানের ব্যবধানে পার্থে জিতে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। এডিলেডে জিতে সিরিজে সমতা ফেরাল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, 'পার্থে আমরা খুব ভালো খেলেছি। আমরা এখানে সেটাই করতে গিয়েছিলাম। তবে, প্রতিটি টেস্ট ম্যাচ আলাদা। আমরা জানতাম গোলাপি বলের টেস্ট ম্যাচ সবসময় কঠিন। আর, আমরা এটাও জানি যে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো দল।' এডিলেডে হারার পর ব্রিসবেনের গাব্বায় হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ১৪ ডিসেম্বর গাব্বা টেস্ট শুরু হবে।
আরও পড়ুন- সুপার ফ্লপ সিরাজ-রানা! এডিলেডে হারের পরেই শামিকে নিয়ে চরম দুঃসংবাদ ক্যাপ্টেন রোহিতের
সে প্রসঙ্গে রোহিত বলেন, 'আমরা ওই ম্যাচের জন্য অপেক্ষা করছি। হাতে বেশি সময় নেই। তার মধ্যেই এখানে আমরা কী ভুল করলাম, তা-ও খুঁজে বের করতে চাই। পার্থে আমরা অতিরিক্ত কী ভালো করেছিলাম, সেটাও বুঝে নিতে চাই। প্রতিটা টেস্ট ম্যাচই নতুন। ব্রিসবেনে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে। ওখানে আমরা ভালো কিছু করে দেখাতে চাই।'