Advertisment

AUS vs IND: রোহিত ফিরতেই ভারতীয় জয়ী দলে ৩ বদল! দ্বিতীয় টেস্টে বসানো হচ্ছে সেরা তিন তারকাকে

Border Gavaskar Trophy: পারথে অস্ট্রেলিয়া প্ৰথম দিনের প্ৰথম সেশন বাদ দিয়ে আর কর্তৃত্ব করতে পারেনি। ভারত একপেশেভাবে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। জয় এসেছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia, Rohit Sharma

IND vs AUS: রোহিত ফেরার পরেই তিন বদল টিম ইন্ডিয়ায় (বিসিসিআই এবং আইসিসি)

Team India squad and playing XI for 2nd Test in Adelaide: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এই প্ৰথমবার। অভাবনীয় ঘটনা। পারথ টেস্টে দুরমুশ হওয়া অস্ট্রেলিয়া সম্ভবত কোনও পরিবর্তন ছাড়াই নামবে এডিলেডের গোলাপি বলের টেস্টে। অন্যদিকে নিরঙ্কুশ আধিপত্য নিয়ে জয় পাওয়া ভারতীয় দলে হতে চলেছে একের পর এক বদল।

Advertisment

রোহিত শর্মা সদ্য পিতা হওয়ার জন্য প্ৰথম টেস্টে খেলতে পারেননি। শুভমান গিল আবার টেস্ট ম্যাচের প্রাক্কালে আঙুলে চোট পেয়ে বসেছিলেন। চোট পাওয়া তারকা মহম্মদ শামি বহুদিন ক্রিকেটের বাইরে ছিলেন রিকভারির সময়ে। কিছুদিন আগে ফিরে এসেছেন প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে।

এমন অবস্থায় কার্যত দ্বিতীয় সারির দল নামিয়েছিল টিম ইন্ডিয়া। জোড়া তালি দেওয়া ওপেনার কেএল রাহুল, মাত্র এক টেস্ট খেলা দেবদূত পাড়িক্কল, ৩ টেস্ট খেলা ধ্রুব জুরেলের পাশাপাশি অভিষেক করতে নামিয়ে দেওয়া হয়েছিল হর্ষিত রানা, নীতিশ রেড্ডির মত আইপিএল থেকে উঠে আসা তারকাদের।

তবে পিঙ্ক বল টেস্ট ভারতীয় এগারোয় ব্যাপক রদবদলের সম্ভবনা। রোহিত শর্মা ভারত থেকে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়া স্কোয়াডে। ৬ তারিখে দ্বিতীয় টেস্টে নামার আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন। আঙুলের চোট সারিয়ে ফিরছেন শুভমান গিল-ও। সেই সঙ্গে ফেরানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মধ্যে কোনও এক বর্ষীয়ান তারকাকে।

আরও পড়ুন: গতির আগুনে IPL কাঁপাবে KKR! দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার স্পিডস্টার নাইটদের জার্সিতে! কেমন হল নাইটদের স্কোয়াড

পারথ টেস্টের পরেই যেদিকে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং সুনীল গাভাসকার। জানা যাচ্ছে, রোহিত, গিল এবং জাদেজা-অশ্বিনের মধ্যে একজন ফিরলে বসতে হবে পাড়িক্কল, ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দরকে।

বুমরা স্টপ গ্যাপ অধিনায়কত্বের ভূমিকা পালন করে আপাতত রোহিতের কাছে নেতৃত্ব ফিরিয়ে দিতে পেরে খুশি। পারথ জয়ের পর বুমরা বলে দিয়েছেন, "আমি ওঁর ফাঁকা জায়গা পূরণ করছিলাম। আমরা যখন ভারতে ছিলাম, সেই সময়ে দলের গঠন নিয়ে ওঁর সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু এখন ওঁকে বলব না যে আমিই নেতৃত্ব দেব। নিজের যতটা সামর্থ্য সেই অনুযায়ী ওঁকে সাহায্য করব।"

বুমরা গোটা ম্যাচেই বিশেষ করে নতুন বলে বিধ্বংসী মেজাজে ছিলেন। প্ৰথম ইনিংসে পাঁচ শিকারের পর দ্বিতীয় ইনিংসেও বুমরার শিকার ৩ জন। সবমিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা।

Cricket Australia Australia Team-India Indian Team Team India Indian Cricket Team India Cricket Team Team India Australia Cricket Team
Advertisment