IPL KKR Team 2025 Players List: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এবার ভালোভাবেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের প্ৰথম দিন কিছুটা চমক দিয়েই রিলিজ করা তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে কিনেছে নাইট রাইডার্স। নিলাম থেকে ফেরানো হয়েছে রহমনুল্লাহ গুরবাজ, অঙ্গকৃশ রঘুবংশীর মত নাইট তারকাদের।
দক্ষিণ আফ্রিকার দুই পোড়খাওয়া তারকা আনরিখ নকিয়া এবং কুইন্টন ডিককও এবার খেলবেন কেকেআরের জার্সিতে। মায়াঙ্ক মার্কণ্ডের মত কার্যকরী স্পিনারও এবার খেলবেন কেকেআরের হয়ে। সবমিলিয়ে নিলাম থেকে নিজেদের কোর ক্রিকেটারদের ধরে রাখতে সমর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
৬ জন তারকাকে নিলামের আগে রিটেন করেছিল কেকেআর। প্ৰথম রিটেনশন হিসাবে সবথেকে বেশি অর্থ পেয়েছিলেন রিঙ্কু সিং (১৩ কোটি টাকা)। আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং স্পিনার বরুণ চক্রবর্তী সকলকেই ১২ কোটিতে রিটেন করা হয়েছিল। রামনদীপ সিং এবং হর্ষিত রানাকে রাখা হয়েছিল ৪ কোটি টাকা দিয়ে।
আরও পড়ুন: নিলামে বাংলাদেশিদের ১ টাকাও দিল না কোনও ফ্র্যাঞ্চাইজি! অবিক্রিতই রয়ে গেলেন মুস্তাফিজুর-রিশাদরা
ছয় ক্রিকেটারকেই নিলামের আগে রিটেন করায় কোনও আরটিএম কার্ড ব্যবহারের সুবিধা ছিল না কেকেআরের। নিলামে ৫১ কোটি টাকার পার্স নিয়ে নেমেছিল কেকেআর। নাইটদের প্রাথমিক লক্ষ্য ছিল ঈশান কিষান, জস বাটলারদের মত তারকাদের ওপর।
কেকেআর যাঁদের রিটেন করেছিল: রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), রমনদীপ সিং (৪ কোটি), হর্ষিত রানা (৪ কোটি)
নিলাম থেকে কেকেআর যাঁদের কিনল: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), অ্যানরিচ নর্টজে (৬.৫০ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লাখ), বৈভব অরোরা (১.৮০ কোটি), রোভম্যান পাওয়েল (১.৫০ কোটি), মণীশ পান্ডে (৭৫ লাখ টাকা), স্পেনসার জনসন (২.৮০ কোটি টাকা), লুভনিথ সিসোদিয়া (৩০ লাখ টাকা), অজিঙ্কা রাহানে (১.৫০ কোটি), অনুকুল রায় (৪০ লাখ), মঈন আলি (২ কোটি টাকা), উমরান মালিক (৭৫ লাখ টাকা)