ICC World Test Championship 2023-25 Points Table: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হারের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে নেমে গিয়েছিল। পারথ টেস্ট জয়ের পর ভারত আবার শীর্ষস্থানে পৌঁছে গেল।
বাংলাদেশের বিপক্ষে টানা দুটো টেস্টে জয়ের পর তিন টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পারথ টেস্ট জিতে আবার ফাইনালে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া।
এই নিয়ে ভারত চলতি সাইকেলে নবম জয় পেল। ভারতের পয়েন্ট শতাংশ ৬০ থেকে বেড়ে দাঁড়াল ৬১.১১-এ। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫ থেকে নেমে গেল ৫৭.৬৯-এ। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার থেকে সামান্য (৫৫.৫৬) মাত্র এগিয়ে।
আরও পড়ুন: পারথে ইতিহাস বুমরার ইন্ডিয়ার! চূর্ণ হয়ে গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ানদের টেস্ট সৌধ
নিজেদের শর্তে টেস্টের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে বর্ডার গাভাসকার টেস্টের বাকি চারটে ম্যাচেই জয় পেতে হবে। একটি টেস্ট হারলেই চলে আসবে সমীকরণের অঙ্ক। ভারত অস্ট্রেলিয়া পরবর্তী টেস্টে নামবে এডিলেডে ৬ ডিসেম্বর। গোলাপি বলে দিন-রাতের টেস্টে নামবে দুই দল।
INDIAN DOMINATION IN WTC POINTS TABLE 📢 pic.twitter.com/zIwXytxgrx
— Johns. (@CricCrazyJohns) November 25, 2024
বর্ডার গাভাসকার ট্রফি সূচি
২য় টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্যাডিলেড (সকাল ৯.৩০ ভারতীয় সময়) ৬-১০ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত
৩য় টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, ব্রিসবেন (সকাল ৫.৫০ ভারতীয় সময়) ১৪-১৮ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত
৪র্থ টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, মেলবোর্ন (ভারতীয় সময় সকাল ৫টা) ডিসেম্বর ২৬-৩০
৫ম টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, সিডনি (ভারতীয় সময় সকাল ৫টা) জানুয়ারি ৩-৭, ২০২৫ পর্যন্ত
READ THE FULL ARTICLE IN ENGLISH