Team India predicted Playing XI for pink ball test in Adelaide: আশাতীত পারফরম্যান্স করে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ, পার্থ টেস্ট টিম ইন্ডিয়া জিতে যাওয়ায়, সিরিজের দ্বিতীয় ম্যাচ তথা অ্যাডিলেড টেস্ট নিয়ে দর্শকদের আবেগ চরমে উঠেছে। তার মধ্যেই আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর দ্বিতীয় সন্তান হয়েছেন। সেই কারণে প্রথম টেস্ট ম্যাচ রোহিত খেলতে পারেননি। চোট কাটিয়ে দলে ফিরেছেন শুভমান গিলও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অ্যাডিলেড টেস্টে কি রোহিতই ভারতীয় দলের ওপেন করবেন?
বর্ডার-গাভাসকার ট্রফির গোলাপি বলে খেলা একমাত্র ম্যাচ হবে এই অ্যাডিলেডেই। পার্থের উদ্বোধনী ম্যাচ টিম ইন্ডিয়া ২৯৫ রানে জিতেছে। তাই অ্যাডিলেড টেস্ট নিয়ে ভারতীয়দের প্রত্যাশাও বিরাট। বিশেষ করে রোহিত ও শুভমান ফিরে আসায় বর্তমান ভারতীয় দলকে পূর্ণশক্তির দল বলেই মনে করা হচ্ছে। প্রথম ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিতই অধিনায়ক থাকবেন? তিনি কি ওপেন করবেন? নাকি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বদলাবে? এই সব প্রশ্নগুলো এখন ঘুরেফিরে আসছে।
প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে ২০৫ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। জয়সওয়াল সেঞ্চুরি করেছিলেন। রাহুল করেছিলেন ৭৭ রান। তারফলে, ওপেনিং জুটি দ্বিতীয় ম্যাচে বদল না হওয়ারই কথা। প্রথম টেস্টের বেশ কিছুদিন পর দ্বিতীয় টেস্ট হচ্ছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। সেখানে দেখা গিয়েছে, রোহিত ওপেন করেননি। যার ফলে, অ্যাডিলেড টেস্টে রোহিত কত নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এমনিতে সাম্প্রতিক ম্যাচগুলোয় রোহিতের পারফরম্যান্স খুব একটা ভালো না। তিনি খুব একটা রান করতে পারেননি। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে অ্যাডিলেড টেস্টে রোহিত চার নম্বরে নামতে পারেন। অবশ্য কেএল রাহুলকে নিয়ে কোনও চিন্তা নেই। তিনি বিভিন্ন পজিশনেই ব্যাট করতে পারেন। দক্ষিণ আফ্রিকা সফরেই যেমন তিনি ছয় নম্বরে ব্যাট করেছিলেন। এই পরিস্থিতিতে আরেকটি প্রশ্ন উঠেছে? সেটা হল, রোহিত ও শুভমান দলে ঢোকায় কারা দল থেকে বাদ যাচ্ছেন? সেই প্রশ্নের উত্তর হিসেবে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বাদ যেতে চলেছেন দেবদত্ত পারিক্কল ও ধ্রুব জুরেল।
শুভমান সম্ভবত নামবেন তিন নম্বর পজিশনে। ওয়াশিংটন সুন্দর সম্ভবত দ্বিতীয় টেস্ট ম্যাচেও থাকছেন। তিনি প্রথম টেস্টে ভারতের একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন। দুই ইনিংসে মাত্র ১৭ ওভার বল করেন। তাতেই দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়েছেন। তার একটি মিচেল স্টার্ক, অপরটি নাথান লিয়নের। রবিচন্দ্রন অশ্বিনকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি। যাতে স্পষ্ট যে তিনি হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম একাদশে স্থান পাচ্ছেন না।
রবীন্দ্র জাদেজাও প্রথম টেস্ট না খেললেও প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন। পাঁচ ওভার বল করেছেন এবং ৭ নম্বরে ব্যাট করেছেন। গোলাপি বলের টেস্টে, ভারত সম্ভবত চার বোলারের পেস আক্রমণ চালাবে। সেক্ষেত্রে ভারত যদি ওয়াশিংটনকে না খেলায়, তবে অশ্বিনের চেয়েও জাদেজারই প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ব্র্যাডম্যানের সেই টুপি! কোটি কোটি টাকা দামে বিক্রি হল অস্ট্রেলিয়ায়
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।