Sir Don Bradman’s iconic baggy green sold at auction: স্যার ডন ব্র্যাডম্যানের আইকনিক ব্যাগি গ্রিন ক্যাপ অস্ট্রেলিয়ার সিডনিতে এক নিলামে বিক্রি হল। দাম উঠল আড়াই লক্ষ মার্কিন ডলার। এই গ্রিন ক্যাপ কিংবদন্তি ব্যাটার ভারতের বিরুদ্ধে ১৯৪৭-৪৮ হোম টেস্ট সিরিজে পরেছিলেন। সেই সিরিজে তিনি তাঁর শততম সেঞ্চুরিও করেছিলেন। প্রায় ৮০ বছর বয়সি সেই ক্যাপ ব্র্যাডম্যান সেই সময়ে ভারতীয় দলের ম্যানেজারকে উপহার দিয়েছিলেন। আর, সেই ম্যানেজার তা ভারতীয় দলের উইকেটরক্ষককে দিয়েছিলেন।
এর আগেও ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠেছে। ২০২০ সালে এক নিলামে একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলারে ব্র্যাডম্যানের প্রথম ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ কিনেছিলেন। তবে, ব্র্যাডম্যানের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শ্যেন ওয়ার্নের টেস্ট ক্যাপ। নিলামে ওই টুপির দাম উঠেছিল ৭ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। যা, ক্রিকেট সামগ্রীর নিলামে বিশ্বরেকর্ড গড়েছিল।
ব্র্যাডম্যান ২০ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটার মনে করা হয়। ১৯৪৯ সালে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি 'নাইট' উপাধি পান। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিংয়ের গড় ৯৯.৯৪। এই গড় রেখেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। যা তাঁকে টেস্ট ক্রিকেট জগতের আইকন করে রেখেছে।
Sir Don Bradman's baggy green cap has been sold at an auction in Sydney for £245,000 🏏
— Sky Sports Cricket (@SkyCricket) December 3, 2024
The Aussie cricket legend wore the cap during the 1947-48 home Test series against India, when he scored his 100th ton. pic.twitter.com/OEEMMhfcsx
ব্র্যাডম্যানের বেশ কয়েকটি টুপি ছিল। তার মধ্যে একটি ১৯২৮ সালের নভেম্বরে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের আগে ব্র্যাডম্যানকে উপহার দেওয়া হয়েছিল। ব্র্যাডম্যান ১৯৫৯ সালে পারিবারিক বন্ধু পিটার ডানহামকে টুপিটি উপহার দিয়েছিলেন। ডানহাম, দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ব্র্যাডম্যানের প্রতিবেশী ছিলেন। চলতি বছরের শুরুতে প্রতারণার জন্য তিনি জেলে যান।
বিনিয়োগকারীদের থেকে ১০ লক্ষ মার্কিন ডলার নিয়ে শোধ না দেওয়ার জন্য মে মাসে ডানহামকে আট বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ডানহামের ঋণ চোকানোর জন্য কয়েকজন অর্থদাতা ডানহামের কাছে থাকা ব্র্যাডম্যানের টুপি নিলামে তুলতে চেয়েছিলেন। ব্র্যাডম্যানের টুপি নিলামে ওঠার পর ডানহাম কার্যত দেউলিয়া হয়ে গিয়েছেন।