/indian-express-bangla/media/media_files/2024/11/25/KwqGur4oPAnXwN1H1hCA.jpg)
IND vs AUS: পারথে জয়ের পর জসপ্রীত বুমরা এবং এলেক্স ক্যারি (বিসিসিআই)
Team India predicted Playing XI for Brisbane: এডিলেড ওভালে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের দ্বিতীয় টেস্ট হারার পর রদবদল ঘটতে চলেছে টিম ইন্ডিয়ায়। প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বদলে জায়গা পেতে চলেছেন বাংলার পেসার মহম্মদ শামি। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৯৫ রানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ভারত ইতিহাস তৈরি করেছিল। এই দলের নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু, তারপর রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া এডিলেডে নেমেছিল। আর, গোলাপি বলের এডিলেড টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে।
এই পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে একের পর এক ম্যাচে ভালো পারফরম্যান্স করায় ব্রিসবেনে সিরিজের তৃতীয় ম্যাচে মহম্মদ শামির জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়েছে। পাশাপাশি, টিম থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন খেলোয়াড়। প্রথম একাদশে বিরাট কোহলি ও রোহিত শর্মার মত অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্স, নির্বাচকদের রীতিমতো চিন্তায় রেখেছে। তৃতীয় টেস্ট যে উইকেটে খেলা হবে, সেই ব্রিসবেন বাউন্সি ট্র্যাকের জন্য কুখ্যাত। ফলে, এডিলেডের দলে রদবদল অবশ্যম্ভাবী।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে? অনুরাগীদের আশা, তৃতীয় টেস্টে জাতীয় দলে থাকবেন বাংলার পেসার মহম্মদ শামি। আর, তিনি জাতীয় দলে ফিরলে দলের বোলিং শক্তি কয়েকগুণ বাড়বে। সেক্ষেত্রে হর্ষিত রানার বদলে প্রথম একাদশে থাকতে পারেন শামি। বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এডিলেডে ব্যাপক মার খেয়েছেন হেডের কাছে। তাঁর বদলে দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। আবার ভারত একটা অল পেস আক্রমণও খেলাতে পারে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার খেলানোর ওপর বেশি জোর দেবে।
ইতিমধ্যেই দাবি উঠেছে, রোহিত শর্মাকে প্রথম একাদশ থেকে বাদ দিতে হবে। রোহিত মোটেও ভালো ফর্মে নেই। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতেই পারেননি। অতীতে বেশ কয়েকবার দেখা গিয়েছে, অধিনায়ক নিজেই প্রথম একাদশে নেই। সেক্ষেত্রে মাঠ সামলেছেন সহ-অধিনায়ক। এক্ষেত্রে দায়িত্বটা পড়বে বুমরার কাঁধে। প্রশ্ন উঠছে, রোহিত কি এই সাহসী পদক্ষেপ করতে পারবেন? অনেকে আবার বলছেন, রোহিত চাইলেও গম্ভীর হয়তো ব্যাপারটা করতে দিতে চাইবেন না। তবে, রোহিতের বিকল্প হিসেবে বুমরা প্রথম টেস্ট জিতিয়ে দেওয়ায়, নেতৃত্ব বদলের দাবিটাও কিন্তু, জোরালো হচ্ছে। সেক্ষেত্রে শর্ত একটাই, দলের বাকি অংশ একই থাকবে।
আরও পড়ুন- ১৩ ডট, গতির ঝড়, ব্যাটে ১৭ বলে ৩২! মহম্মদ শামির হিরোগিরিতে বাংলার দাদাগিরি SMAT-এ
তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি/হর্ষিত রানা/আকাশ দীপ, মহম্মদ সিরাজ