/indian-express-bangla/media/media_files/2024/12/07/D39OHsRTSdcuAg2b11Yf.jpg)
Mitch Marsh lbw: সেই বিতর্কিত মুহূর্তে মিচেল মার্শ (টুইটার)
Mitchell Marsh LBW controversy in Pink Ball Test: শান্ত নিরুদ্বিগ্ন সিরিজ চলছিল। টুকটাক স্লেজিং বাদ দিলে। তবে এতেই গনগনে বিতর্কের আমদানি করলেন মিচেল স্টার্ক। নিশ্চিত আউট হয়েও ক্রিজে ব্যাট চালিয়ে গেলেন আম্পায়ারিংয়ের ভুলের সুযোগ নিয়ে। তাতেই উঠে গেল ক্রিকেটীয় স্পিরিটের প্রশ্ন।
লাবুশেন এবং স্মিথকে ফেরানোর পর ভারতীয় দল মরিয়া হয়ে আরও একটা ব্রেক থ্রুর সন্ধানে ছিল। ক্রিজে ছিলেন হেড-মার্শ জুটি। রবিচন্দ্রন অশ্বিন নিজের সমস্ত অভিজ্ঞতা উজাড় করে বল করে চলেছিলেন। এমনই এক অশ্বিনের ডেলিভারি সামনে পেয়ে যায় মিচেল মার্শের পা। অনফিল্ড আম্পায়ার আউটের আবেদন নাকচ করে দিলেও ভারতীয় দল রিভিউয়ের সিদ্ধান্ত নেয়।
বল হিট করার সময় ব্যাট এবং প্যাডে সূক্ষ্ম ব্যবধান লক্ষ্য করে কোনও সিদ্ধান্ত উপনীত না হতে পেরে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। ৫৮তম ওভারের ঘটনা। অশ্বিনের বল ক্রিজে এগিয়ে এসে ডিফেন্স করেছিলেন মার্শ। বল প্যাডে আছড়ে পড়লেও ব্যাট খুব কাছাকাছিই ছিল। রিভিউয়ে স্পষ্ট করে বল প্ৰথমে ব্যাট স্পর্শ করেছে তা স্পাইকে বোঝা না গেলেও তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত অপরিবর্তি রাখেন।
Blind or what?
— Naresh (@Nareshkatta7799) December 7, 2024
Last match Rahul was given out
This time Marsh was given not out#INDvsAUSpic.twitter.com/RCghjYJL4V
- Yesterday, KL Rahul walked after an edge appeal. There was no edge.
— Vipin Tiwari (@Vipintiwari952) December 7, 2024
- Today, Mitch Marsh walked off even before the umpire’s decision and he wasn’t even out. pic.twitter.com/s74JZ8SA4z
when KL Rahul's decision Got turned despite no conclusive evidence provided.
— CWM (@Cricketwithme15) December 7, 2024
Why they didn't do the same in Marsh's case ?
Cheaters pic.twitter.com/cHSZLCzkaN
Third umpire couldn't recognise whether it's bat or pad first and declared batter as not out
— HXF (@huzaiff_01) December 7, 2024
Virat to Umpire : KL's was the same in Perth, two spikes bat and pad. pic.twitter.com/LMid1Wr1Iy
সমস্যা অন্য জায়গায় বল প্ৰথমে ব্যাটে নাকি প্যাডে আঘাত করেছে তা নিশ্চিত হতে না পারলেও আম্পায়ার হক আই প্রযুক্তি ব্যবহারই করেননি। তাঁকে স্ট্যাম্প মাইকে বলতে শোনা গিয়েছে, "বুঝতে পারছি না বল প্ৰথমে ব্যাটে নাকি প্যাড স্পর্শ করেছিল।"
গোটা ঘটনায় অসন্তুষ্ট হয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বিরাট কোহলিকে। অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের কাছে ছুটে গিয়ে কোহলি কেএল রাহুলের দৃষ্টান্ত তুলে ধরেন। পারথ টেস্টে আম্পায়ারের ভুলের শিকার হয়েছিলেন ওপেনার রাহুল। বল ব্যাটে কিংবা প্যাডে স্পর্শ না করলেও কট বিহাইন্ড দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: টাকা দেয়নি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি! বিপিএলের নামে নিন্দা করে ছিঃছিঃ করলেন ইমরান তাহির
বল ব্যাটের কাছাকাছি থাকা অবস্থায় কেএল রাহুলের ব্যাট স্পর্শ করেছিল প্যাডে। সেই স্পর্শেই স্পাইকের জন্য আম্পায়ার আউটের পক্ষে রায় দেন। সেক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার নট আউট দিলেও তৃতীয় আম্পায়ারের কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও সিদ্ধান্ত ঘুরিয়ে দেওয়া হয়।
একই যাত্রায় কেন পৃথক ফল। সেই নিয়ে প্রশ্ন তুলেই কোহলি আম্পায়ারকে বেশ গনগনে ভাষায় বলে দিয়েছেন, "কেএল-এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল পারথে। দুটো স্পাইক- ব্যাটে এবং প্যাডে।" সবমিলিয়ে পিঙ্ক বলের টেস্ট অন্য মাত্রা নিল শনিবারের ঘটনার পর।