Travis Head on Mohammed Siraj send off during Pink Ball Test: তাঁকে আউট করে যেভাবে আগ্রাসীভাবে তাঁকে সেন্ড অফ জানালেন মহম্মদ সিরাজ। তা মোটেই পছন্দ হয়নি। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। ভারতের ইনিংস পেরিয়ে লিড কার্যত ধরাছোঁয়ার বাইরে যে নিয়ে যেতে পেরেছে অস্ট্রেলিয়া। তার নেপথ্যে ট্র্যাভিস হেডের বিস্ফোরক শতরান।
সিরাজের একই ওভারে ছক্কা, বাউন্ডারি হাঁকানোর পর শেষমেশ হেড আউট হন ইয়র্কারে। তারপরেই সিরাজ বিশ্রী অঙ্গভঙ্গি করে পরিস্থিতি উত্তপ্ত করে দেন। পাল্টা দেন ট্র্যাভিস হেডও। দৃষ্টি বিনিময় থেকে কথার স্লেজিং সব-ই ঘটে।
পরে সম্প্রচারকারী চ্যানেলে সিরাজকে একহাত নিয়ে ট্র্যাভিস হেড বলে দেন, "আমি ওঁকে বলেছিলাম, ওয়েল বোল্ড, তবে ও অন্য কিছু বুঝল। ও আমাকে যখন প্যাভিলিয়নে দিকে আঙুল তুলে নির্দেশ দিল, তখন আমিও পাল্টা দিলাম। অতীতের কয়েকটা ইনিংস থেকে যেভাবে গোটা বিষয়টি গড়াল, তাতে আমি রীতিমত হতাশ। ঘটনা হল এটাই। এভাবে যদি ওঁরা প্রতিক্রিয়া ব্যক্ত করে, নিজেদের প্রতিনিধিত্ব করে, তাহলে সেটাই হোক।"
নিজের একশো করার পথে বারবার ভাগ্যের সঙ্গ পেয়েছেন হেড। উইকেটকিপার এবং প্ৰথম স্লিপের মধ্যে ক্যাচ ফস্কে গিয়েছে। অশ্বিনের বলে টপ এজ লেগে উঠে যাওয়া বল সিরাজ তালুবন্দি করতে পারেননি হেডের ক্যাচ। অশ্বিনের বলে সিঙ্গল নিয়ে হেড শতরান পূর্ণ করে গ্যালারিতে থাকা স্ত্রী-কন্যাদের দিকে ইঙ্গিত করেন। হেলমেট ব্যাটের হ্যান্ডলে ঝুলিয়ে উদযাপনে মেতে ওঠেন ১০ বছর আগে প্রয়াত ফিল হিউজেসের স্মরণে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভিলেন হয়ে গেল সিরাজ! টিম ইন্ডিয়ার সুপারস্টারের অসভ্যতায় ধুয়েমুছে আক্রমণ গাভাসকারের
গাভাসকারও অনভিপ্রেত এই বিতর্কে সিরাজের পাশে দাঁড়াচ্ছেন না। বলে দিচ্ছেন, "আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বলব কোনও প্রয়োজন ছিল না। যাঁকে আউট করল, সে ইতিমধ্যেই ১৪০ করে ফেলেছিল। ৪-৫ রানে আউট হয়নি। তারপরেও যদি এরকম সেন্ড অফ দেওয়া হয় সেটা অযাচিত।"
সিরাজ হেডকে উত্তপ্ত সেন্ড অফ দেওয়াতে ক্ষেপে যায় দর্শকদের একাংশও। গাভাসকার এতে বিস্ময়ের কিছু দেখছেন না। স্টার স্পোর্টসে কমেন্ট্রি করার সময়ে লিটল মাস্টার বলেছেন, "কোনও সন্দেহ নেই যে সিরাজ এরপরে দর্শকদের টার্গেট হয়ে দাঁড়াল। ট্র্যাভিস হেড এখানকার স্থানীয় হিরো। একশো করে সমর্থকদের কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছিল সদ্য। সিরাজও যদি হেডকে অভিবাদন জানাত, তাহলে বরং দর্শকদের মনে জায়গা করে নিতে পারত। তার বদলে ও যা সেন্ড অফ দিল, তাতে এখন খলনায়ক হয়ে গেল।"
অস্ট্রেলিয়ার প্রাক্তন সিমার স্টুয়ার্ট ক্লার্ক আবার বলে দিয়েছেন, সিরাজকে জরিমানা করা হতে পারে ম্যাচ আধিকারিকদের তরফে। "পুরোনো প্রথায় যেভাবে ট্র্যাভিস হেডকে ও সেন্ড অফ দিল, তাতে বলতে হচ্ছে সিরাজ একটু বেকায়দায় পড়ে গেল। হাত তুলে দেখানো। এটা করা যায় না। জানি না এই বিষয়ে নির্দিষ্ট কী নিয়ম রয়েছে। তবে ও এরকম করতে পারে না।"