Advertisment

AUS vs PAK: অস্ট্রেলিয়ায় ইতিহাস পাকিস্তানের! রউফের ৫ উইকেটে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ক্যাঙারুরা

Australia vs Pakistan 2nd ODI: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতেই হারাল পাকিস্তান, পাত্তাই পেলেন না কামিন্সরা। পাক ক্রিকেটের কেরামতি দেখে তাজ্জব অজি শিবির।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan, Australia, পাকিস্তান, অস্ট্রেলিয়া

Pakistan-Australia: অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। (ছবি- টুইটার)

Australia vs Pakistan 2nd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের একদিনের ম্যাচ জয়ের সাত বছরের অপেক্ষার অবসান ঘটালেন হারিস রউফ, সাইম আইয়ুবরা। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করল পাকিস্তান। হারিস রউফ ফের পাঁচ উইকেট নিলেন। সাইম আইয়ুব করলেন অনবদ্য ৮২ রান। 

Advertisment

শুক্রবার, ৮ নভেম্বর তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসবের দৌলতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে ঐতিহাসিক জয় পেল পাকিস্তান। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে, পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ ২৯ রানে ৫ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২৬ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে দেয় পাকিস্তান।

সেই রান ২৬.৩ ওভারেই তুলে নেন পাক ব্যাটাররা। সায়ম আইয়ুব ৭১ বলে ৮২ রান করেন। ২২ বছর বয়সি আইয়ুব এটাই দ্বিতীয় ওয়ানডে। তিনি জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মত তারকা-খচিত বোলিং আক্রমণকে পুরো পর্যুদস্ত করে দেন। তিনি শুরুটা অবশ্য বেশ সতর্কভাবেই করেছিলেন। ৩০ বলে করেন ১৫ রান। কিন্তু, প্যাট কামিন্সের বলে ১১তম ওভারে ছক্কা মারার পর থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন। মিচেল স্টার্কের বলে নেন ১৪ রান। জাম্পার বলে ৪৭ রানে আউট হতে গিয়ে কোনওরকমে বেঁচে যান। এরপর ৫২ বলে হাফ সেঞ্চুরি করেন। 

শেষ পর্যন্ত ৭১ বলে ৮২ রান করে তিনি আউট হয়ে যান। যার ফলে, পাকিস্তান ২০.১ ওভারের পরে ১৩৭ রানে প্রথম উইকেট হারায়। আইয়ুব আউট হওয়ার পর আবদুল্লাহ শফিক বাকি রান তুলে নেন। তিনি করেন অপরাজিত ৬৪ রান। বাবর আজম করেন অপরাজিত ১৫ রান। ২০১৭ সালের জানুয়ারি থেকে টানা ১১টি ম্যাচে হারার পর পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ফরম্যাটের বিচারে তাদের প্রথম জয় পেল। 

এর আগে দিনের শুরুতে, অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১০ বলে ১৩ রান, ম্যাথু শর্ট ১৫ বলে ১৯ রান করে প্রথম দুই ওভারে অস্ট্রেলিয়াকে ২০ রান এনে দিয়েছিলেন। কিন্তু, তৃতীয় ওভারে ফ্রেজার ম্যাকগার্ককে এলবিডব্লিউ করে দ্রুত সরিয়ে দেন আফ্রিদি। চতুর্থ ওভারে আফ্রিদির বলে ফাইন লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান শর্ট। কিন্তু, বাঁ-হাতি সিমারের বলেই ৭ম ওভারে কভার পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন শর্ট। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৪১ রানে ২ উইকেট।

আরও পড়ুন- মিডল স্ট্যাম্পের বল লিভ করে বোল্ড! অস্ট্রেলিয়ার মাটিতে হাস্যকর আউট রাহুল, দেখুন ভিডিও

এরপর, জশ ইঙ্গলিস ক্রিজে স্টিভ স্মিথের সঙ্গে যোগ দেন। দু'জনে তৃতীয় উইকেটে দ্রুত ৩৮ রান করেন। কিন্তু, হারিস রউফের বলে ইঙ্গলিস ২৫ বলে ১৮ করে লেগ সাইডে ক্যাচ দিয়ে আউট হন। মহম্মদ হাসনাইন সেট হয়ে যাওয়া স্টিভ স্মিথের উইকেট তুলে নেন। স্মিথ ৪৮ বলে করেছেন ৩৫ রান। সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটা হবে রবিবার, ১০ নভেম্বর পার্থ স্টেডিয়ামে।

Haris Rauf Pakistan Cricket Team Cricket News Australia Cricket Team
Advertisment