Advertisment

KL Rahul bizarre dismissal: মিডল স্ট্যাম্পের বল লিভ করে বোল্ড! অস্ট্রেলিয়ার মাটিতে হাস্যকর আউট রাহুল, দেখুন ভিডিও

India A vs Australia A: আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে এরকমভাবে কেউ আউট হয়? ভিডিও না দেখলে বিশ্বাস হবে না। এসব দেখে দর্শকরাও রীতিমতো হতভম্ব।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KL Rahul, India A, কেএল রাহুল, ইন্ডিয়া এ

KL Rahul-India A: এভাবেই আউট হয়েছেন কেএল রাহুল। (ছবি- টুইটার)

India A vs Australia A: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে কেএল রাহুল যেভাবে আউট হলেন, তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গেলেন দর্শকরাও। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ভারতের হয়ে খেলছেন কেএল রাহুল। বেশ কিছুদিন ধরেই তাঁর পারফরম্যান্স ভালো না। অভিজ্ঞ ডানহাতি ব্যাটার তাঁর শেষ ১০টি লালবলের ম্যাচে তিনবার লেগ সাইডে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। মেলবোর্নে দ্বিতীয় অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচে তিনি আউট হলেন রীতিমতো উদ্ভট ভঙ্গিতে। 

Advertisment

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ২য় দিনে রাহুল, পেসার স্কট বোল্যান্ড, বিউ ওয়েবস্টার এবং নাথান ম্যাকঅ্যান্ড্রুর বল কোনওরকমে সামলানোর পর অফ-স্পিনার কোরি রকিচিওলির বলে আউট হন। অফ-স্পিনারের ১৮তম ওভারের প্রথম বলের লাইনটা তিনি বুঝতেই পারেননি। বল প্যাডের বাইরে দিয়ে স্টাম্পে গিয়ে লাগে। রীতিমতো যেন বিস্মিত হয়ে প্যাভেলিয়নে ফিরে যান রাহুল। তিনি ৪৪ বলে ১০ রান করেন। 

পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা খেলতে না পারলে রাহুল কি ভারতের হয়ে ব্যাটিং শুরু করবে? এই প্রশ্ন যখন ক্রিকেটমহলে ঘুরপাক খাচ্ছে, সেই সময় মেলবোর্নে ভয়ংকরভাবে আউট হলেন রাহুল। বর্ডার-গাভাসকার ট্রফির আগে তিনি দুই ইনিংসে মাত্র ১৪ রান করেছেন। ভারত ‘এ’-র হয়ে দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ১০ রান। ব্লকবাস্টার সিরিজের আগে পায়ের মাঝখানে দিয়ে যাওয়া বলে আউট হওয়া তাঁর দুশ্চিন্তা বাড়াল।

উল্লেখ্য, রাহুল এবং উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে ভারতীয় টেস্ট স্কোয়াডের বাকিদের আগে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। লক্ষ্য ছিল, যাতে তাঁরা কিছু অত্যন্ত প্রয়োজনীয় ম্যাচ অনুশীলন হিসেবে খেলে নিতে পারেন। জুরেল সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন। রানও পেয়েছেন। কিন্তু, রাহুল সম্পর্কে সেকথা খাটে না। অথচ, ২০২৩-এর মার্চের পর প্রথমবার রাহুলকে ব্যাটিং অর্ডারের শুরুতে ফেরানোর কথা ভাবা হচ্ছে। 

দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ভারত এ ১৬১ রানে আউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া এ করে ২২৩ রান। যার ফলে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দলের লিড ছিল ৬২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, ভারতীয় টপ-অর্ডার ধসে যায়। অস্ট্রেলিয়ান বোলাররা তাঁদের দলকে সিরিজ জেতার কাছাকাছি নিয়ে যান। অভিমন্যু ইশ্বরন প্রথম ইনিংসে ৩১ বলে ১৭ রান করেছিলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে অভিমন্যুকে ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু, তাঁর স্কোর বুঝিয়ে দিয়েছে, এতবড় দায়িত্ব অভিমন্যুকে দেওয়াটা ঠিক হবে না। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ-অর্ডার অস্ট্রেলিয়ার স্পিন এবং গতির কাছে আত্মসমর্পণ করে। ৫ উইকেটে তোলে ৫৬ রান।  

ক্রিজে ১৯ রানে ব্যাটিং করছেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল এবং ৯ রানে ব্যাটিং করছেন নীতীশ কুমার রেড্ডি। ব্যাটারদের তুলনায় ভারতীয় বোলাররা অবশ্য সফল। প্রসিধ কৃষ্ণ চার উইকেট নিয়েছেন। মুকেশ কুমার নিয়েছেন তিন উইকেট। তাঁদের দাপটেই ৬২.১ ওভারে অস্ট্রেলিয়া ২২৩ রানে থেমে যায়। মার্কাস হ্যারিস অস্ট্রেলিয়া এ-এর হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। তিনি ১৩৮ বলে ৭৪ রান করেছেন। টেল এন্ডার ব্যাটার রচিচিওলি করেছেন ২৮ বলে ৩৫ রান। যার মধ্যে রয়েছে দুটি ছক্কা এবং তিনটি চার। 

আরও পড়ুুন- কুম্বলে-চ্যাপেল সিনিয়রদের সম্মান দিতেন না! সৌরভের পাশে দাঁড়িয়ে ভারতীয় ড্রেসিংরুম নিয়ে বোমা বিশ্বকাপজয়ীর

জবাবে নাথান ম্যাক অ্যান্ড্রু ও বিউ ওয়েবস্টারের বোলিংয়ে ভারত এ ওপেনার অভিমন্যু এবং সাই সুদর্শনকে আগেভাগে হারায়। ম্যাক অ্যান্ড্রুর গতি অভিমন্যু বুঝতেই পারেননি। ওয়েবস্টার ১৪ রানে ২ উইকেট নিয়েছেন। ম্যাক অ্যান্ডু ২২ রানে নিয়েছেন ২ উইকেট। দেবদত্ত পারিক্কল ১ রানে আউট হন। 

KL Rahul Indian Cricket Team Cricket News Australia Cricket Team
Advertisment