Travis Head finger celebration: বর্ডার-গাভাসকার ট্রফিতে অশ্লীল ইঙ্গিত করে সংবাদ শিরোনামে উঠে এলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ট্রাভিস হেড। সিরিজে ব্যাটিং থেকে বোলিং, সবেতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হেড। সেই তিনিই অন্য হাতের তালুতে নিজের একটি আঙুলকে গোলাকৃতি করে দেখিয়েছেন। হেড ৩০ রানে ঋষভ পন্থকে আউট করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান। তারপরই এমন ইঙ্গিত করেছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র জল্পনা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে ওই গোলাকৃতি করে আঙুল দেখানোর কারণ ব্যাখ্যা করেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, 'দুঃখিত! আমি কারণটা জানাচ্ছি। ওঁর আঙুলটা এত গরম হয়ে গিয়েছিল যে সেটা ও এককাপ বরফে রাখতে চেয়েছে। ঠিক এটাই হয়েছিল। এটা একটা চালু মজা। গাব্বা বা অন্য যেখানেই ও উইকেট পেয়েছে সোজা ফ্রিজের কাজে গেছে। সেখানে থেকে বরফের পাত্র বের করে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে। আর নাথান লিয়নের সামনে দিয়ে গটগট করে হেঁটে চলে গিয়েছে। ব্যাপারটাকে বেশ মজাদার বলা যায়। এর বাইরে অন্য কোনও ব্যাপার নেই।'
৪র্থ টেস্টে বিরাট কোহলি ও রোহিত শর্মার মত কিংবদন্তি ভারতীয় ব্যাটাররা ঠিকমতো খেলতেই পারেননি। আর, অস্ট্রেলিয়া ১৮৪ রানে জিতেছে। টিম ইন্ডিয়ার এই পরাজয় রোহিত ও কোহলিদের অবসরের দিকে ঠেলেও দিয়েছে। ৩৪০ রানের টার্গেট তাড়া করে রোহিত ৪০ বলে মাত্র ৯ রান করেছেন। আর, কোহলি আউট হয়েছেন ৫ রানে। ভারত শেষ পর্যন্ত ৭৯.১ ওভারে ১৫৫ রান অলআউট হয়ে গিয়েছে।
Pat Cummins has cleared up Travis Head's wicket celebration. 😂 #AUSvIND pic.twitter.com/oNkAge98B5
— CODE Cricket (@codecricketau) December 30, 2024
কামিন্স এই ম্যাচেও দুর্দান্ত বল করেছেন। ১৮ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। স্কট বোল্যান্ড মেলবোর্নে আহত জশ হ্যাজলউডের জায়গায় খেলেছেন। বোল্যান্ড ১৬ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। নাথান লিয়ন ২০.১ ওভার বল করে ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বাউন্সের সুবিধা নিয়ে লিয়ন উইকেটগুলো নিয়েছেন। আর, মিচেল স্টার্ক নিয়েছেন কোহলির মূল্যবান উইকেট। স্টার্ক ১৬ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- রোহিত-কোহলিকে বাদ দিয়েই হয়ত ইংল্যান্ড সফরে ভারত! এভাবেই সাজানো হচ্ছে প্ৰথম ১১
তার মধ্যেই ভালো খেলার চেষ্টা করেছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। দুই ব্যাটার মিলে ৮৮ রানের জুটি গড়েন। সেই পন্থেরই উইকেট নিয়েছেন ট্রাভিস হেড। আর, তারপরই অশ্লীল ইঙ্গিত করেন। যা নিয়ে বিতর্ক ছড়ায়।