Advertisment

Team India Predicted Playing XI: রোহিত-কোহলিকে বাদ দিয়েই হয়ত ইংল্যান্ড সফরে ভারত! এভাবেই সাজানো হচ্ছে প্ৰথম ১১

India vs England: আগামী বছর ইংল্যান্ড সফরে কীভাবে দল সাজাচ্ছে ভারত, জেনে নিন। বাদ পড়তে চলেছেন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই। জানলে অবাক হয়ে যাবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ভারতীয় দল। (ফাইল ছবি)

Team India predicted playing XI for Tour of England: আগামী বছর ভারতীয় দলের ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি অস্ট্রেলিয়া সফরের পর ভারতের পরবর্তী বড় টেস্ট সিরিজে জুনে। ইংল্যান্ডে সেই গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ভারতীয় দলে থাকছেন না রোহিত ও কোহলি, এমনটাই খবর। সাম্প্রতিক কয়েকটি টেস্ট ইনিংসে দুই কিংবদন্তি খেলোয়াড়েরই পারফরম্যান্স বেশ খারাপ। সেই কারণে তাঁদের দল থেকে বাদ দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।

Advertisment

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বর্ডার-গাভাসকার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ৪র্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিরাট ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। এই জয়ের সুবাদে ভারত চলতি সিরিজে ১-২ ব্যবধানে এগিয়ে আছে। একইসঙ্গে ওই পরাজয়ের সুবাদে, সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে খেলার সুযোগও হারিয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতেই ভারতের পরবর্তী বড় টেস্ট সিরিজ নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই। কারণ, ২০২৫-এর জুনে ইংল্যান্ডে ওই বিদেশ সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা গিয়েছে, সেখানে রোহিতের বদলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। বিরাট কোহলির বদলে শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশকুমার রেড্ডির পাশাপাশি মিডল অর্ডারে জায়গা পাচ্ছেন সরফরাজ খান। রেড্ডি, মেলবোর্নে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। পাশাপাশি ভালো বোলিংও করেছেন। সেই সূত্রে ইংল্যান্ডেও তিনি বেশ ভালোই খেলবেন বলে মনে করছেন নির্বাচকরা। ধ্রুব জুরেলও লোয়ার মিডল অর্ডারে ঢুকতে পারেন। তিনি খেললে ৬ নম্বরে নামবেন। অভিমন্যু ইশ্বরন এবং দেবদত্ত পাড়িক্কলরাও স্কোয়াডে জায়গা পেতে পারেন বলেই শোনা যাচ্ছে।

রবীন্দ্র জাদেজা ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে ৭ নম্বরে নামবেন। ওয়াসিংটন সুন্দর অপর স্পিনার হিসেবে লাইনআপে থাকবেন। কুলদীপ যাদব দলে থাকবেন বাঁহাতি লেগ-স্পিনার হিসেবে। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা। তিনি ইতিমধ্যেই তাঁর নেতৃত্বের দক্ষতার প্রমাণ দেখিয়েছেন। পার্থে বুমরার নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক ব্যবধানে হারিয়েছে। মহম্মদ শামি হাঁটুর সমস্যা কাটিয়ে দলে ফিরছেন বলেই মনে করা হচ্ছে। দলে তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন মহম্মদ সিরাজ। আকাশ দীপ ও প্রসিধ কৃষ্ণও দলে ব্যাক-আপ হিসেবে থাকবেন বলেই জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন- অবসরে যাচ্ছেন রোহিত! মেলবোর্নে লজ্জার পরেই বড় সিদ্ধান্ত চূড়ান্ত কিংবদন্তির

২০২৫ সালে ইংল্যান্ডে ভারতের টেস্ট সফরে সম্ভাব্য স্কোয়াড: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশকুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, দেবদত্ত পাড়িক্কল, কুলদীপ যাদব।

cricket Team India Team-India Cricket News England Cricket Team Border-Gavaskar Trophy Indian Cricket Team
Advertisment