Australia cricketer Simon Katich on Rohit Sharma: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এই ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে। তারপরই ভারত অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনায় এবার ঢুকে পড়লেন ভারতে খেলে যাওয়া এক অস্ট্রেলীয় ক্রিকেটার। সেই ক্রিকেটার হলেন সাইমন কাটিচ। তিনি অবসরের পর রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন।
শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। তাঁর সম্পর্কে রীতিমতো জ্যোতিষীর কায়দায় কাটিচ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটটা রোহিতের আসল জায়গা না। ৩৭ বছর বয়সি ক্রিকেটার স্ট্যান্ড আপ কমেডিতে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। এই ব্যাপারে কাটিচ বলেন, 'পরিসংখ্যানটা দেখুন। আমরা এই টেস্ট সিরিজেই অবস্থাটা দেখেছি। শেষ টেস্টে রোহিতের না খেলার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল।'
রোহিতের ক্রিকেট কেরিয়ারের সঙ্গে কাটিচের কোনও তুলনাই হয় না। একেবারে আকাশ-পাতাল তফাত। কিন্তু, এখন যেন হাতির কাদায় পড়ার মত অবস্থা। সেই সুবিধা নিয়ে রোহিতকে ব্যঙ্গ করে কাটিচ বলেছেন,'আমি ওঁর ইন্টারভিউ দেখেছি। ও খুব ভালো কথা বলেছে। ওঁর মধ্যে বেশ রসবোধ আছে। ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর স্ট্যান্ড আপ কমেডিতে ওঁর ভালো ভবিষ্যৎ আছে।'
বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির সময়, রোহিত শর্মা সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলেছিলেন। সেই কথোপকথনে রোহিত সিরিজের ফাইনালে 'না খেলার' সিদ্ধান্ত নিয়ে খোলামেলা সব জানিয়েছিলেন। রোহিত বলেছিলেন যে, তিনি টেস্ট থেকে অবসর নিচ্ছেন না। তবে, দলের স্বার্থেই বিজিটি ট্রফির ৫ম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারত পরবর্তী টেস্ট খেলবে ইংল্যান্ডে, জুনে। রোহিতের বয়স বাড়ছে। সেই কারণে তাঁর ইংল্যান্ড সফর সহজ হবে না বলেই কাটিচ জানিয়েছেন। তিনি বলেন, 'ওঁর মধ্যে খেলার খিদে আছে কি না, সেটা ওই বলতে পারবে। কিন্তু, ৩৭ বছর বয়সে আবার ইংল্যান্ডে যেতে হবে। ফলে, ইংল্যান্ড সিরিজটা রোহিতের জন্য মোটেও সহজ হবে না। ইংল্যান্ডের ক্রমশই অগ্রগতি ঘটছে। নতুন ভালো খেলোয়াড়রা উঠে আসছে। গ্যাস অ্যাটকিনসন, ব্রাইডন কারসও ভালো খেলছে। ভারতীয় বোর্ডের নির্বাচকরা যদি রোহিতকে সফরের জন্য বেছে নেয় আর রোহিত যদি ইংল্যান্ড সফরে যায়, তবে আমি এটুকু বলতে পারি যে এই সফর ওঁর জন্য বেশ কঠিন হতে যাচ্ছে।'
আরও পড়ুন- ভারতীয় দল খেলতেই জানে না, টিম ইন্ডিয়াকে তুলোধনা কিংবদন্তি ক্রিকেটারের
কাটিচ বলেছেন, 'অস্ট্রেলিয়ায় ওঁর রানের পরিসংখ্যান চোখে দেখা যায় না! ৩৭ বছর বয়সিদের, টেস্ট ক্রিকেটে ওপেন করার সুযোগ নেই। রোহিত শর্মাই বলতে পারবেন, ওঁর মধ্যে ক্রিকেট চালিয়ে যাওয়ার খিদে আদৌ আছে কি না! বাকিটা ইতিহাস বলবে।'