Advertisment

Team India’s BGT debacle: ভারতীয় দল খেলতেই জানে না, টিম ইন্ডিয়াকে তুলোধনা কিংবদন্তি ক্রিকেটারের

Mohammad Kaif on Team India: কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, 'কীভাবে টার্নিং ট্র্যাকে খেলতে হয় শিখতে হবে। অস্ট্রেলিয়ায় সিমিং পিচে খেলাও শিখতে হবে।'

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Afghanistan 2024 Test Series | India Cricket Team Full Squad |  India Cricket Players List

Indian Cricket Team: ভারতীয় দলকে তুলোধনা। (ফাইল ছবি)

Team India’s BGT debacle: শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে ভালো খেললেই হবে না। ভারতকে টেস্ট ক্রিকেটেও জোর দিতে হবে। বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) সিরিজে টিম ইন্ডিয়ার পরাজয়ের পর এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি বলেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাব। আর, তারপর এমন ভাব দেখাব, যেন আমরাই সেরা, এরকম করলে আর চলবে না।' অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ৩-১ ব্যবধানে হেরেছে। এই পরাজয়ের জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের তীব্র আক্রমণ করেছেন কাইফ। তিনি বলেছেন যে ভারতীয় দল ক্রমশ সাদা বলের বুলি হয়ে উঠছে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে এই জঘন্য পারফরম্যান্সের পরও পাকিস্তানকে সাদা বলের ক্রিকেটে হারালেই সবাই সব ভুলে যাবে। খেদোক্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন কাইফ।

Advertisment

আরও পড়ুন- হারের পরই ভারতীয় ড্রেসিংরুম ফুটন্ত কড়াই? ফাঁস করলেন ক্রিকেট বিশেষজ্ঞ

প্রাক্তন ক্রিকেটার তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, 'পাকিস্তানকে ২৩ ফেব্রুয়ারি হারানোর পর, অনেকেই যাবতীয় কৃতিত্ব দাবি করবে। অনেকেই বলবে যে আমরা সাদা বলের চ্যাম্পিয়ন দল। কিন্তু, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জিততে চায়, তবে আমাদের শক্তিশালী টেস্ট দল বানাতে হবে। আমাদের শিখতে হবে কীভাবে টার্নিং ট্র্যাকে খেলতে হয়। অস্ট্রেলিয়ায় আমাদের সিমিং পিচে খেলা শিখতে হবে। এটা একেবারে সত্যি যে আমরা সাদা বলে ভালো খেললেও লাল বলে খেলায় অনেক পিছিয়ে আছি।' 

Advertisment

কাইফ জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ৩-১ ব্যবধানে হারার পর এখন থেকেই ভারতের টেস্ট ক্রিকেটে ফোকাস করা উচিত। তিনি বলেন, 'এই ৩-১ ব্যবধানে হারার পর থেকেই আমাদের চেগে উঠতে হবে। আমাদের টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে হবে। এই হারের জন্য শুধু গৌতম গম্ভীরই না। সব খেলোয়াড়ই সমান দোষী। সব খেলোয়াড়ই রঞ্জিতে খেলার সুযোগ পান। কিন্তু, রঞ্জির ম্যাচ খেলোয়াড়দের ক্লান্তি বাড়ায়। তাই অনেক খেলোয়াড় রঞ্জির ম্যাচ এড়িয়ে যান। সেই জন্য ওই ক্রিকেটাররা রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন না। অনুশীলন ম্যাচও খেলেন না। তাহলে ভালো খেলোয়াড় তৈরি হবে কী করে? আর, এর ফলে ডব্লিউটিসিতেও ভালো ফল করতে পারবে না। অস্ট্রেলিয়ায় যা হয়েছে ঠিক হয়েছে। আমার মতে, এখন থেকেই আমাদের টেস্ট ক্রিকেটে জোর দিতে হবে।'

Team-India Team India Test cricket Border-Gavaskar Trophy Champions Trophy pakistan Mohammad Kaif Indian Cricket Team Pakistan Cricket
Advertisment