Advertisment

বোলারদের সৌজন্যে জয় দিয়ে সিরিজ শুরু প্রোটিয়াদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। রবিবার পার্থে ছিল প্রথম ম্যাচ। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে ছ’উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ফাফ দুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Aus vs South Africa

জয় দিয়ে সিরিজ শুরু প্রোটিয়াদের (ছবি টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। রবিবার পার্থে ছিল প্রথম ম্যাচ। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে ছ’উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ফাফ দুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা।

Advertisment

এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। পুরো ওভার খেলা তো দূরের কথা অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৫২ রানে। ৩৮.১ ওভার টিকতে পারল তারা। এদনি নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। আট রানে তিন উইকেট হারিয়ে ফেলে ফিঞ্চের টিম। দলের সর্বোচ্চ স্কোর ন্যাথান কুল্টার নাইলের। ৩১ বলে ৩৪ রান করেন তিনি। প্রোটিয়াদের হয়ে ডেইল স্টেইন, লুঙ্গি নিদি ও ইমরান তাহির দু’টি করে উইকেট পান। তিন উইকেট নেন এএল পেহলুকায়াও। 

আরও পড়ুন: ভিডিও দেখুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেনজির ব্যাটিং স্টান্স বেইলির

জবাবে ২৯.২ ওভারে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও আর হেনরিক্স ওপেন করতে নামেন। প্রথম উইকেট পার্টনারশিপে ৯৪ রান তোলেন তাঁরা। তিনে ব্যাট করতে এসে মারক্রম ৩২ বলে ৩৬ করে আউট হয়ে যান। এরপর ক্লাসেনও ফিরে যান দু’রানে। দুপ্লেসিস ও মিলার মিলে জেতার প্রয়োজনীয় রান তুলে নেয়। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের হাতে। প্রথমে দু’ম্যাচের টেস্ট সিরিজে হারার পর, তিন ম্যাচের টি-২০ সিরিজের একটি ম্যাচও জেতেনি অস্ট্রেলিয়া। পাকিস্তান হোয়াটটওয়াশ করেছে তাদের। অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্স এখন ক্রিকেট বিশ্বে সমালোচনার অন্যতম রসদ। প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জিততে পারলে অজিরা কিছুটা হলেও আত্মসম্মান ফিরে পাবে।

Australia
Advertisment