Advertisment

CT captain Cummins: গোড়ালিতে চোট! তারপরও কামিন্স ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেনই পেল না অস্ট্রেলিয়া

Pat Cummins Australia's Champions Trophy captain: কামিন্সকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পালটা মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Afganistan, Pat Cummins, আফগানিস্তান, প্যাট কামিন্স,

Pat Cummins: প্যাট কামিন্স। (ফাইল ছবি)

Pat Cummins Australia's Champions Trophy captain: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আহত প্যাট কামিন্সকেই অধিনায়ক রাখা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য অস্ট্রেলিয়া ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। পাকিস্তানের পাশাপাশি এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতেও। ভারত পাকিস্তানে খেলবে না। সেই জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের ম্যাচগুলো হবে। এই ব্যবস্থা আইসিসিও মেনে নিয়েছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠেছে। কামিন্স বর্তমানে চোটের জন্য কাহিল। গোড়ালির চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কিন্তু, কামিন্সের জমানায় অস্ট্রেলিয়া একদিনের বিশ্বকাপ ট্রফি জিতেছে। ঘরের মাঠে ভারতকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি ৩-১ ব্যবধানে জিতেছে অজিরা। সেসব দেখেই কামিন্সকে অধিনায়ক রেখে দিল অস্ট্রেলিয়া। 

Advertisment

অস্ট্রেলিয়ার স্কোয়াড: 
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জোশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, মার্নাস লাবুসেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা। 

অস্ট্রেলিয়ার গ্রুপ বি-এর সূচি:
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
৪ মার্চ: সেমিফাইনাল ১, দুবাই
৫ মার্চ: সেমিফাইনাল ২, লাহোর
৯ মার্চ: ফাইনাল, লাহোর/দুবাই

কিন্তু, কামিন্সের বর্তমানে গোড়ালিতে চোট রয়েছে। তারপরও তাঁকে অধিনায়ক রাখা হল কেন? এই প্রসঙ্গে নির্বাচকদের চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, 'বর্তমান দলটা অভিজ্ঞতায় পরিপূর্ণ। এই দলে ভারসাম্য আছে। দলের বহু খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছে। গত বছর যুক্তরাজ্যে সফর করেছে। সম্প্রতি পাকিস্তানে হোম সিরিজেও খেলেছে। পাকিস্তানের পিচ সম্পর্কে অভিজ্ঞতা এবং প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকায় কামিন্সকেই অধিনায়ক বাছা হল।' যেমন, ঘনঘন চোট-আঘাতে জর্জরিত জোশ হ্যাজলউডকেও রাখা হয়েছে স্কোয়াডে। 

Advertisment

আরও পড়ুন- কে হবেন পরবর্তী অধিনায়ক? তুমুল বিবাদ গম্ভীর আর আগরকরের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ বি-তে। তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই হবে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার গলে দ্বিতীয় টেস্টের তিন দিন পর হাম্বানটোটায় একমাত্র ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগে এটিই হল অস্ট্রেলিয়ার একমাত্র প্রস্তুতি ম্যাচ। 

cricket West Indies pakistan Champions Trophy Cricket News uk UAE Pat Cummins West Indies Cricket Team World Cup
Advertisment