Australia playing XI for Boxing Day Test: কয়েকদিন ধরে টেনশনের প্রতীক্ষা চলছিল। তবে শেষ পর্যন্ত ট্র্যাভিস হেডকে ধরেই মেলবোর্নে দল সাজাল অস্ট্রেলিয়া। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে ফর্মে থাকা হেড খেলবেন মেলবোর্ন টেস্টে। ক্রিসমাস পালনের সময়েই ক্যাপ্টেন প্যাট কামিন্স এই খবর কনফার্ম করেছেন।
পাশাপাশি অজি দলনায়ক জানিয়ে দিয়েছেন, নবাগত স্যাম কোন্টাস ওপেন করবেন উসমান খোয়াজার সঙ্গে। নাথান ম্যাকসুইনির জায়গায় দলে এসেছেন তিনি। এছাড়াও চোট পেয়ে ছিটকে যাওয়া জস হ্যাজেলউডের জায়গায় অংশ নেবেন স্কট বোল্যান্ড।
একাধিক অজি প্রচারমাধ্যমে ক্যাপ্টেন কামিন্স বলে দিয়েছেন, "মেলবোর্নে খেলার জন্য প্রস্তুত ট্রাভ (ট্র্যাভিস হেড)। গতকাল এবং এদিন ও চূড়ান্ত কিছু বিষয় পরখ করে নিয়েছে। তবে চোট নিয়ে কোনও সমস্যা নেই। ও পুরো ফিট হয়েই খেলতে নামবে।"
গত সপ্তাহে ব্রিসবেনে ব্যাট করার সময় কোয়াড মাসলে সামান্য খিঁচ লেগেছিল হেডের। তারপরেই চলছিল দুশ্চিন্তার প্রহর। সিরিজে এখনও দুই ম্যাচ বাকি রয়েছে। তিন টেস্টের পরে ফলাফল এখন ১-১। এমন অবস্থায় হেড ছিটকে গেলে বিপদ বাড়ত অজিদের।
আরও পড়ুন: খেল রত্নের মনোনয়নে ত্রুটি স্বীকার করলেন মানু ভাকের, বললেন, ‘পুরস্কার জেতাই আমার লক্ষ্য নয়’
দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ট্র্যাভিস হেড? ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেছেন, "আমি মনে করি না যে তাকে খেলায় খুব বেশি সাহায্য করতে হবে। ও সাধারণত নিজের মতো খেলতে থাকে। হয়তো ফিল্ডিংয়ের ক্ষেত্রে, যদি ও একটু অস্বস্তি বোধ করে, তখন আমরা কিছুটা সাহায্য করতে পারি, তবে ও সম্পূর্ণ ফিট। গত ১২ মাস ধরে, ও অসাধারণ ফর্মে রয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। ও খুব পরিষ্কারভাবে বল হিট করতে পারে। প্রথম বল থেকেই ও প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করতে সিদ্ধহস্ত। আমি খুব খুশি যে ও আমাদের দলে রয়েছে এবং আমাকে ওঁর জন্য আলাদা করে ফিল্ড সাজাতে বা বল করতে হবে না। ও বল এত ভালোভাবে হিট করছে, যেটা আমি আগে অন্যের ব্যাটে দেখিনি। আশা করি, এটা ও বজায় রাখবে।"
অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের জন্য একাদশ: উসমান খোওয়াজা, স্যাম কোন্স্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচ মার্শ, এলেক্স কেরি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড