Manu Bhaker Khel Ratna snub: 'খেল রত্ন' পুরস্কারের জন্য আবেদন করার ব্যাপারে নিজের গাফিলতি মেনে নিলেন অলিম্পিকে পদকজয়ী শ্যুটার মানু ভাকের। সাফাইয়ে মানু বলেছেন, 'পুরস্কারটাই আমার জীবনের লক্ষ্য নয়।' একই অলিম্পিকে একাধিক পদকজয়ী মানু সাধারণত বিতর্কে জড়ান না। বরং, নিজের খেলা নিয়েই তিনি সর্বদা ব্যস্ত থাকেন। ভারতের প্রথম অলিম্পিয়ান হিসেবে তিনি একই অলিম্পিকে দুটো পদক জিতেছেন।
সম্প্রতি 'খেল রত্ন' পুরস্কারের জন্য বানানো বিশেষ কমিটি মানুর নাম পুরস্কারের তালিকা থেকে বাদ দিয়েছিল। তারপরই ২২ বছর বয়সি এই শুটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনা ছড়ায়। সেই জল্পনার আগুনে আরও ঘি ঢালেন মানু ভাকেরের বাবা রামকিষাণ ভাকের ও মানুর কোচ জসপাল রানা। তাঁরা গোটা ঘটনায় ক্রীড়ামন্ত্রক এবং খেল রত্ন পুরস্কারের নির্বাচক কমিটিকে একহাত নেন।
রামকিষাণ ভাকের তিনি অভিযোগ করেন যে মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। মেয়ে তাঁকে জানিয়েছেন যে সে আবেদন করেছিল। কিন্তু, সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাঁর মেয়ে গোটা ঘটনায় হতাশ। সে ভাবছে খেলোয়াড় না হলেই ভালো হত। দেশের জন্য ভালো খেলে কী পেল? এমনটাই নাকি মানু ভাবছেন বলেই সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন তাঁর বাবা।
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) December 24, 2024
তারপরই চারদিকে হইহই পড়ে যায়। বাধ্য হয়ে ড্যামেজ কন্ট্রোলে নামে ক্রীড়ামন্ত্রক। আর, তারপরই মানু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'অত্যন্ত মর্যাদাপূর্ণ খেল রত্ন পুরস্কারে আমার মনোনয়ন ইস্যুতে আমি জানাতে চাই যে আমি একজন অ্যাথলিট। আমার কাজ দেশের জন্য খেলা। আমার মনে হয়, সম্ভবত কোনও গাফিলতি হয়েছে। সম্ভবত, আবেদনপত্র জমা দেওয়ার সময় আমার দিক থেকেই হয়েছে। সেটা এখন সংশোধন করা হয়েছে।'
আরও পড়ুন- নেই ভারসাম্য, ড্যামেজও হয়েছে মস্তিষ্ক! কাম্বলির ব্রেন নিয়ে চরম আশঙ্কার আপডেট ডাক্তারদের
মানু জানিয়েছেন যে স্বীকৃতি নয়। ভালো পারফরম্যান্স করাটাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, 'পুরস্কার এবং স্বীকৃতি অবশ্যই আমাকে অনুপ্রেরণা জোগায়। তবে, সেটা আমার মূল লক্ষ্য নয়। পুরস্কার নয়, আমি দেশের জন্য আরও পদক জিততে চাই। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে এনিয়ে জল্পনা ছড়াবেন না।' প্যারিস অলিম্পিকে মানু ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন। পাশাপাশি, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিমের হয়েও সরবজোৎ সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ জিতেছেন।