Advertisment

Australia predicted playing XI for 1st Test: ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ১১-য় চমকের পর চমক! ওয়ার্নারের বদলি হিসাবে অভিষেক হচ্ছে এই তারকার

Border Gavaskar Trophy: ওয়ার্নারের বদলি হিসাবে এই অনামি তারকাকে বেছে নিল অস্ট্রেলিয়া, এই একাদশেই আসন্ন বিজিটিতে ভারতকে হারাতে চলেছে অজিদের দলবল

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া,

India-Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে মরিয়া টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

Australia predicted playing XI for 1st Test against India in Border Gavaskar Trophy: ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফির জন্য সম্ভাব্য একাদশ রীতিমতো ভেবেচিন্তে সাজাচ্ছে অস্ট্রেলিয়া। বাদ পড়তে চলেছেন ক্যামেরন গ্রিন। অভিষেক হতে চলেছে এমন খেলোয়াড়কেও দলে রাখছে অজিরা। তালিকায় থাকছে দুই আনক্যাপড খেলোয়াড়। তার মধ্যে ওপেনার হিসেবে অস্ট্রেলিয়া নতুন মুখ রাখতে চাইছে। পার্থ-এ ২২ নভেম্বর শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)। তার স্কোয়াড অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে।

Advertisment

স্কোয়াড কমবেশি চূড়ান্তই ছিল। শুধু ওসমান খাজার পার্টনার কে হবে, তা নিয়ে একটা ধন্দ ছিল। স্টিভ স্মিথ নামছেন চার নম্বরে। তাই ক্যামেরন ব্যানক্রফট, স্যাম কন্টাস এবং নাথান ম্যাকসুইনির মধ্যে থেকে নির্বাচকরা একজনকে বেছে নিতে চাইছিল। শেষ পর্যন্ত নির্বাচকরা নাথান ম্যাকসুইনির ওপর ভরসা রেখেছেন। তিনি ভারত এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে চার ইনিংসে ৩৯, ৮৮, ১৪, ৪৭ করেছেন। জোশ ইঙ্গলিস মিডল অর্ডারে খেলেন। তাই তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।

শেষ পর্যন্ত প্রাথমিকভাবে ঠিক হয়েছে- উসমান খাজা এবং ম্যাকসুইনি ইনিংস শুরু করবেন। তারপরে মারনাস লাবুসচেন তিন নম্বরে নামবেন। চার নম্বরে ব্যাট করবেন স্টিভ স্মিথ। ট্র্যাভিস হেড পাঁচ নম্বরে আসবেন। পাঁচ এবং ছয়ে নামবেন মিচেল মার্শ ও অ্যালেক্স কেরি। বোলিংয়ের দায়িত্বে থাকবেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লিয়ন।

ভারতের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিততেই হবে। কারণ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে ভারতের ডব্লিউটিসি ফাইনালে ওঠার সম্ভাবনা ব্যাপকভাবে মার খেয়েছে। 

এই পরিস্থিতিতে ভারত যদি সিরিজ ৩-০, ৩-১, ৪-১ ব্যবধানে জিততে পারে, আর ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তত একটি টেস্ট ড্র করতে পারে তবেই ডব্লিউটিসি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে টিম ইন্ডিয়া। আর, ভারত ২-০ ব্যবধানে জিতলে, অন্তত একটি টেস্টে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডকে হারাতেই হবে। ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ইংল্যান্ডকে একটা ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে। আর, শ্রীলঙ্কাকে একটা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হবে।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় ভারতের জোড়া অভিষেক, রয়েছেন KKR তারকাও! সেরার সেরা ১১ নামাচ্ছে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, নাথান লায়ন

Test cricket India Cricket Team Cricket News Australia Cricket Team
Advertisment