Advertisment

Scotland vs Australia T20I: ৬ ওভারেই ১১৩! স্কটল্যান্ডের ওপর ছক্কার টর্নেডো অস্ট্রেলিয়ার! হেড-মার্শের তান্ডবে গুঁড়োগুঁড়ো সব রেকর্ড

Scotland vs Australia T20I: স্কটল্যান্ডকে ধ্বংস করে দিল অস্ট্রেলিয়া, ছক্কার পর ছক্কা হাঁকিয়ে স্কটিশদের মাঠেই ইতিহাস ট্র্যাভিস হেডের। হেডকে যোগ্য সহায়তা করলেন মিচেল মার্শ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australia vs Scotland, অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড

বাইশ গজে বিধ্বংসী মেজাজে ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (টুইটার)

Australia vs Scotland Travis Head records: স্কটল্যান্ডের বিরুদ্ধে টি২০ খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়ে থামল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতেই অজি ব্যাটাররা তান্ডব চালিয়ে ৬ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলে ফেলল। বুধবার এডিনবরায় গ্রাঞ্জ ক্রিকেট ক্লাবের মাঠে অজিরা যে এভাবে সংহার মূর্তিতে আবির্ভূত হবে, ভাবা যায়নি।

Advertisment

অভিষেক ঘটা জেক ফ্রেসার ম্যাকগার্ক মাত্র ৩ বলে শুন্য করে ফিরে গিয়েছিলেন। তারপর স্কটিশদের তুলোধোনা করে দেন ওপেনার ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলেই দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙে দেন হেড-মার্শ জুটি।

আন্তর্জাতিক টি২০-তে এর আগে একবার-ই পাওয়ার প্লেতে একশো প্লাস স্কোর করার নজির ছিল। দক্ষিণ আফ্রিকার সেই রেকর্ডই চূর্ণ করলেন অজি ব্যাটাররা। ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াজ ব্যাটাররা ঝড় তুলেছিলেন ১০২/০। এবার পাওয়ার প্লের তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গিয়ে বিশ্বরেকর্ড করে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- ৬৩৪ দিন পর টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে ফিরছেন সুপারস্টার, ভয়ে নীল বাংলাদেশ

ঘটনাচক্রে হেড এবং মার্শ মিলে পাওয়ার প্লের শেষ দুই ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন ৫৬ রান। পাওয়ার প্লের শেষ ওভারে হেড একাই ২৬ রান জমা করেন। ব্র্যাড হোয়েলসকে শেষ ওভারে পাঁচটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকান ট্র্যাভিস হেড। ১৭ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি২০-র দ্রুততম হাফসেঞ্চুরি পকেটে পুরে নেন তিনি (মার্কাস স্টোইনিসের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম)।

পঞ্চম ওভারে টর্নেডো বইয়ে দিয়েছিলেন হেডের ব্যাটিং পার্টনার মার্শ। সেই ওভারেই ম্যাচে প্ৰথমবার বল করতে এসেছিলেন জেক জার্ভিস। তাঁর ওভারেই মার্শ ৩০ তুলে দেন। তিনটে করে বাউন্ডারি, তিনটে করে ওভার বাউন্ডারি হাঁকান তিনি। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ১৫৫।

ট্র্যাভিস হেড ২৫ বলে শেষ পর্যন্ত ৮০ করে যান। মিচেল মার্শ ১২ বলে ২৯ করে মাঠ ছাড়েন। জয়ের জন্য প্রয়োজনীয় রান অস্ট্রেলিয়া তুলে ফেলে মাত্র ৯.৩ ওভারে। আন্তর্জাতিক টি২০-তে ট্র্যাভিস হেড-ই প্ৰথম ব্যাটার যিনি নূন্যতম ২০ প্লাস স্কোর করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট সমেত ব্যাট করলেন (৩২০)।



আইসিসির পূর্ণ সদস্যের দেশের মধ্যে হেড-ই প্ৰথম ব্যাটার যিনি ৩০০ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করলেন। এর আগে টি২০-তে দ্রুততম ইনিংস খেলার নজির ছিল মহম্মদ নবি (৩০ বলে ৮৯)। তারপর এই তালিকায় রয়েছেন কুইন্টন ডিকক, ডেভিড মিলার এবং কলিন মুনরো।

টি২০-তে সর্বাধিক পাওয়ার প্লে-র নজির



১) অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড: ৬ ওভারে ১/১১৩ (২০২৪)

২) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ: ৫ ওভারে ১০২/০ (২০২৩)

৩) ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা: ৬ ওভারে ৯৮/৪ (২০২১)

৪) ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড: ৯৩/০ (২০২০)

৫) ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান: ৯২/০ (২০২৪)

Cricket Australia Scotland Scotland Cricket Team Travis Head Australia Cricket Team
Advertisment