Advertisment

Team India squad for Bangladesh Test series: ৬৩৪ দিন পর টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে ফিরছেন সুপারস্টার, ভয়ে নীল বাংলাদেশ

India Test Squad for Bangladesh series: দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে আসছে বাংলাদেশ। কেমনভাবে দল সাজাতে চলেছে টিম ইন্ডিয়া, দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ind, Ban, ভারত, বাংলাদেশ,

Ind-Ban: ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে খেলবে। (ছবি- টুইটার)

India Squad for Bangladesh Test series: দীর্ঘ বিরতির পরে, টিম ইন্ডিয়া চলতি মাসের শেষের দিকে মাঠে ফিরবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। দুটি টেস্ট ম্যাচ হবে যথাক্রমে ১৯ এবং ২৭ সেপ্টেম্বর থেকে। এনিয়ে চলতি মরশুমে ভারতের মোট ১০টি টেস্ট খেলার কথা রয়েছে। তার মধ্যে পাঁচটি টেস্ট হবে ভারতে। বাকি পাঁচটি অস্ট্রেলিয়ায়।

Advertisment

ভারতীয় দল ২০২৪ সালের মার্চের পর এই প্রথম তাদের লাল বলের সিরিজ খেলবে। মার্চে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছিল। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দল ভারতে আসছে। পাকিস্তানে তারা তাদের এশিয়ান প্রতিদ্বন্দ্বীকে ক্লিন সুইপ করেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই আগামী সপ্তাহে ভারতীয় স্কোয়াড ঘোষণা করবে। দলে বড় কোনও পরিবর্তন করা হবে না। এই সিরিজটি নতুন ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্য প্রথম লাল বলের অ্যাসাইনমেন্টও হতে চলেছে।

বিসিসিআইয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পারফরম্যান্স দেখে  বাংলাদেশ সিরিজের দল নির্বাচন করা হবে, এমনটা মনে করা ঠিক নয়। জানুয়ারির পর প্রথমবারের মতো টেস্টে ফিরছেন বিরাট কোহলি। ওপেনিং জুটি হিসেবে থাকবেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সরফরাজ খান রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল সম্ভবত তিন স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ঢুকবেন। থাকছেন ঋষভ পন্থও। ৬৩৪ দিন পর তিনি টেস্ট ম্যাচ খেলবেন। একটি ভয়াবহ দুর্ঘটনায় পন্থ দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এই বছরের শুরুতে আইপিএলে খেলার মাধ্যমে পন্থ ক্রিকেটে ফিরেছেন। তিনি ভারতের টি২০ বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন।

আরও পড়ুন- শামি-বুমরা নেই, বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে বিশ্বকাপজয়ী ভারতের আগুন পেসারের

তাঁর সঙ্গে তরুণ ধ্রুব জুরেলও দলের অন্যতম উইকেটরক্ষক হিসেবে থাকবেন। সেখানে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমারের জায়গা দলে সম্ভবত নিশ্চিত করা হয়েছে। আকাশদীপ এবং আরশদীপ সিং দুজনেই ফাইনালে বাকি জায়গার জন্য লড়াই করছেন। এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির জন্য ভারতের লাইন-আপ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড:

 রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, দেবদত্ত পাড়িক্কল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ অথবা আরশদীপ সিং।

Shubman Gill T20 Suryakumar Yadav Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment