Advertisment

স্মিথ-ওয়ার্নারকে নিয়েই বিশ্বকাপের দল সাজাল অস্ট্রেলিয়া

সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রত্যাশিত ভাবেই ১৫ সদস্য়ের দলে ফিরিয়ে আনল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। "স্যান্ডপেপার' কাণ্ডে মুখ পুড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত ছিলেন স্মিথ-ওয়ার্নার।

author-image
IE Bangla Web Desk
New Update
Australia World Cup squad: Steve Smith, David Warner set to make international comeback

স্মিথ-ওয়ার্নারকে নিয়েই বিশ্বকাপের দল সাজাল অস্ট্রেলিয়া (ফাইল চিত্র)

সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রত্যাশিত ভাবেই ১৫ সদস্য়ের দলে ফিরিয়ে আনল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। "স্যান্ডপেপার' কাণ্ডে মুখ পুড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত ছিলেন স্মিথ-ওয়ার্নার। ফের একবার দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন দুই অজি তারকা। ক্রিকেটের মেগা ইভেন্টই হতে চলেছে তাঁদের কামব্যাকের মঞ্চ।

Advertisment


বিশ্বকাপের দলে সুযোগ পাননি পেসার জোশ হ্যাজেলউড ও উইকেটকিপার-ব্য়াটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হনস জানিয়েছেন ফিটনেস জনিত কারণেই বাদ পড়লেন হ্য়াজেলউড। বিশ্বকাপে না-খেললেও হ্য়াজেলউডকে অ্যাশেজের জন্য ভেবেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষ হওয়ার দু'সপ্তাহের মধ্যেই ক্রিকেট যুদ্ধে নামবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ৪৪টি ওয়ানডে ম্যাচে ৭২টি উইকেট রয়েছে হ্য়াজেলউডের।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা করল ব্ল্যাকক্য়াপস

হ্য়ান্ডসকম্বের জায়গায় অ্যালেক্স ক্যারি থাকছেন দলে। তিনিই একমাত্র উইকেটকিপার। স্পিনার হিসেবে দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যাবেন ন্যাথাল লিঁয় ও অ্যাডাম জাম্পা। পেস অ্যাটাক সামলাবেন প্য়াট কামিনস ও মিচেল স্টার্ক। এছাড়াও সিমার হিসেব থাকবেন ন্যাথান কুল্টার-নাইল, জাই রিচার্ডসন ও জেসন বেহরনডর্ফ। চলতি বিশ্বকাপে সবার আগে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তারপর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এদিন ভারতও বিশ্বকাপের জন দল বেছে নেবে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্য়ারি, প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, ন্য়াথান কুল্টার-নাইল, জেসন বেহেরেনডর্ফ, ন্য়াথান লিঁয় ও ‌অ্যাডাম জাম্পা।

Steve Smith David Warner Cricket Australia Cricket World Cup
Advertisment