ফের একবার অভিনব ব্য়াটিং স্টান্সে চমকে গেল বাইশ গজ। অস্ট্রেলিয়ার ব্য়াটসম্য়ান জর্জ বেইলির ব্য়াটিং দেখে হতবাক নেটদুনিয়া। সেদেশের ঘরোয়া ক্রিকেট চলাকালীনই এমনভাবে ব্য়াট করলেন বেইলি।
উইকেটকিপারের দিকে মুখ করেই ব্য়াট ধরে দাঁড়িয়ে থাকছিলেন বেইলি।বোলারের বল রিলিজ করার ঠিক আগে ঘুরে গিয়ে আবার স্বাভাবিক স্টান্সে ফিরছিলেন তিনি। টুইটারে এই ভিডিও রীতিমতো ভাইরালে পর্যায় চলে গিয়েছে।
বেইলির বেনজির ব্য়াটিংয়ের সাক্ষী থাকল সপ্তম শেফিল্ড শিল্ডের প্রথম দিন। তাসমানিয়া ও ভিক্টোরিয়ার মধ্য়ে হোবার্টে খেলা চলছিল। তাসমানিয়ার ইনিংসের ২৫ তম ওভারে বেইলি এই কাণ্ড করেন।
আরও পড়ুন-‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্য়া, আচমকাই ক্রিকেট থেকে বিরতি ম্য়াক্সওয়েলের
দেখুন বেইল কীভাবে ব্য়াট করলেন:
রইল কিছু টুইটার প্রতিক্রিয়া
বেইলিকে বল হাতে ক্রিস টারমেইনকে ছুটে আসতে দেখেই ওই অদ্ভূত স্টান্স নেন তিনি। তারপর টারমেইন বল ছাড়ার সঙ্গে সঙ্গেই ঘুরে গিয়ে স্বাভাবিক স্টান্সেই বল পুল করেন বেইলি। বেইলি এর আগে ঘরোয়া ক্রিকেটেও এরকম স্টান্সে ব্য়াট করার চেষ্টা করেছেন। ক্রিকেটডটকমডটএইউ এই ভিডিও টুইট করে। তারা বলছে যতবারই দেখা হবে জটিলতাই বাড়বে।