Mohammed Shami, Border Gavaskar Trophy: ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার পিচে ভারতীয় পেসাররা কতটা সফল হতে পারেন, সেই ব্যাপারে তিনি বিস্তারিত জানিয়েছেন। ভারত এই সিরিজে দিল্লির স্পিডস্টার হর্ষিত রানা ও অন্ধ্রের সিম বোলার তথা অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিকে দলে রেখেছে। পাশাপাশি, আকাশ দীপ ও প্রসিধ কৃষ্ণকেও দলে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন, মহম্মদ শামির না থাকাটা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাছে একটা বড় অভাব হিসেবে দেখা দেবে। তবে, ভারতের রিজার্ভ পেসারদেরও অস্ট্রেলিয়া হেলাফেলা করছে না।
শামি, ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোড়ালির চোটের জন্য গত নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনাল থেকে তিনি আর পিচমুখো হননি। বছর ৩৪-এর এই ক্রিকেটার এখন জাতীয় দলে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু, শামিকে শুক্রবার রাতে ঘোষণা করা ভারতের ১৮-সদস্যের স্কোয়াডে রাখা হয়নি।
চোটের জন্য শামির অস্ত্রোপচার করা হয়েছিল। পরবর্তীতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কিন্তু, হাঁটুতে ফোলাভাব থাকায় তাঁর পুনর্বাসন প্রক্রিয়া বাধা পেয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেছেন, 'মহম্মদ শামির না থাকাটা ভারতীয় দলের কাছে একটা বড় ক্ষতি। আমাদের ব্যাটাররা যেভাবে তাঁর নিরলস চেষ্টা, লাইন এবং লেংথ রেখে বল করার প্রশংসা করেন, সেটা আমরা মিস করব। বুমরা ভালো বল করেন। শামি তাঁর সঙ্গে থাকলে জোড়াফলার মত আরও ভালো বল করতে পারতেন। এবার সেটা হবে না।'
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ২০২০-২১ সফরের সময়, ভারত শেষ দুটি টেস্ট-এ মহম্মদ শামি, জসপ্রিত বুমরা ও উমেশ যাদবকে পায়নি। তুলনামূলকভাবে তরুণ ব্রিগেডকে নামিয়েছিল। যার ফলে, ভারত একটা ম্যাচ ড্র করে। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট জিতেছিল। সেই প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, 'গতবার কী ঘটেছে আমরা দেখেছি। ওদের যাঁরা রিজার্ভ খেলোয়াড় ছিলেন, তাঁরাও ভালো খেলেছিলেন। তাই কাউকে হেলাফেলা করা যাবে না।'
আরও পড়ুন- রউফ, আফ্রিদিকে একদম খরচের খাতায় ফেলল পাক বোর্ড! ভয়ঙ্কর কড়া শাস্তি দুই তারকাকে
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে নভেম্বরের শুরুতে বাংলার হয়ে রঞ্জি ট্রফির চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে শামি তাঁর ম্যাচ-ফিটনেসের প্রমাণ দিতে পারেন। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচের আগে শামি বেঙ্গালুরুতে বাংলা দলের সঙ্গে যোগ দিতে পারেন। স্পিডস্টার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরে পরের ম্যাচেও খেলবেন বলে জানা গেছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'ওঁকে কেরল ম্যাচে পাওয়া যায়নি। আমরা আশাবাদী যে শামি কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে দলে যোগ দেবে।'