Advertisment

Pakistan cricket central contracts: রউফ, আফ্রিদিকে একদম খরচের খাতায় ফেলল পাক বোর্ড! ভয়ঙ্কর কড়া শাস্তি দুই তারকাকে

Pakistan cricket central contracts: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজে হারের পর তাঁর থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
PCB, Central Contracts, পিসিবি, কেন্দ্রীয় চুক্তি

PCB-Central Contracts: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। (ফাইল ছবি)

Haris Rauf Shaheen Afridi demoted in PCB central contracts: পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সঙ্গে সেদেশের খেলোয়াড়দের চুক্তিতে বিরাট রদবদল। বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিতে অবনমন ঘটল- শাহিনশাহ আফ্রিদি ও হ্যারিস রউফের। বাবর আজম ও মহম্মদ রিজওয়ান থেকে গেলেন 'এ' ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে। ফখর জামান এবং ইমাম-উল-হকের মত যাঁরা সম্প্রতি দলে নিয়মিত হয়েছেন এবং বি ক্যাটাগরির খেলোয়াড় ছিলেন, তাঁরা কেন্দ্রীয় চুক্তি থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছেন। 

Advertisment

শাহিন আফ্রিদি আগে ছিলেন এ ক্যাটাগরির খেলোয়াড়। তাঁকে এবার হলেন বি ক্যাটাগরির খেলোয়াড়। আর, হ্যারিস রউফ ছিলেন বি ক্যাটাগরির খেলোয়াড়। তাঁকে করা হল, সি ক্যাটাগরির খেলোয়াড়। চলতি বছরের শুরুতে আফ্রিদির বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপে অসহযোগিতার মনোভাবের অভিযোগ উঠেছিল। টি২০ বিশ্বকাপে 'দ্য মেন ইন গ্রিন' পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই প্রতিযোগিতার বাইরে ছিটকে যায়।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর বাদ পড়েছেন আফ্রিদি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজে হারের পর তাঁর থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়। আর, হারিস রউফ ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চাননি। সেই সময় তাঁর কেন্দ্রীয় চুক্তিও প্রাথমিকভাবে শেষ হয়ে যায়। পরে সেই চুক্তি নতুন করে হয়। হ্যারিসকে বিগ ব্যাশ লিগ খেলার ছাড়পত্র (এনওসিও) দেওয়া হয়। 

উল্লেখযোগ্য বিষয়
পাকিস্তান দলের তারকা খেলোয়াড় বাবর আজম ও উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান এ ক্যাটাগরির খেলোয়াড় থেকে গেলেন। টেস্ট অধিনায়ক শন মাসুদ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের পুরস্কার পেলেন। তাঁকে ডি থেকে বি ক্যাটাগরির খেলোয়াড় করা হল। 

ক্যাটাগরি এ: বাবর আজম ও মহম্মদ রিজওয়ান
ক্যাটাগরি বি: নাসিম শাহ, শাহিনশাহ আফ্রিদি ও শন মাসুদ
ক্যাটাগরি সি: আবদুল্লা শফিক, আবরার আহমেদ, হ্যারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাদাব খান
ডি ক্যাটাগরি: আমির জামাল, হাসিবুল্লা, কামরান গুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ ইরফান খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান খান

আরও পড়ুন- ও তো স্পিন বল বুঝতেই পারে না! তারকা ভারতীয় ব্যাটারকে সমালোচনায় ছিন্নভিন্ন করলেন এবার মঞ্জরেকর

কে বাদ পড়লেন?
ফখর জামান ও ইমাম-উল-হক সম্প্রতি দলে নিয়মিত হয়েছিলেন। তাঁরা বি ক্যাটাগরির খেলোয়াড় ছিলেন। এবার কেন্দ্রীয় চুক্তি থেকে সম্পূর্ণভাবে বাদ পড়লেন। মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহনওয়াজ দাহানি, ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ, ইহসানুল্লাহ, মহম্মদ হ্যারিস, সরফরাজ আহমেদ, উসামা মির ও জামান খান। এঁরা গত বছর ডি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার চুক্তি থেকে বাদ পড়লেন।

Pakistan Cricket Team Babar Azam Haris Rauf Shaheen Shah Afridi
Advertisment