অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যালেক্স হেপবার্নের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠল এবার। ওরচেস্টারশায়ারের ফ্ল্যাটে ঘুমন্ত মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনি। আদালতেও ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। আইপিএলের মাঝেই এমন ঘটনায় উত্তাল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার কাউন্টিতে খেলেন ওরচেস্টারশায়ারের হয়ে। দেশ থেকে বহুদূরে এমন ঘটনা ঘটিয়ে বেশ বিপাকে তিনি।
অভিযোগ অবশ্য সাম্প্রতিককালের নয়। ২০১৭ সালের ঘটনা। সেই সময়ে এক মহিলা অ্যালেক্সের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গে সঙ্গম করেন তারকা ক্রিকেটার। জানা গিয়েছে, হেপবার্নেরই কাউন্টি সতীর্থ জো ক্লার্কের সঙ্গে সঙ্গম করার পরে ঘুমিয়ে পড়েন অভিযোগকারিনী। পরে ঘুমন্ত অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করেন হেপবার্ন। অভিযোগকারিনীর দাবি, তিনি জো ক্লার্ক মনে করে শারীরিক মিলনে সম্মতিও দিয়েছিলেন। পরে যদিও ভুল ভাঙে তাঁর।
অ্যালেক্স হেপবার্নের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য প্রথমবার নয়। এর আগেও একাধিকবার ক্রিকেটারের বিরুদ্ধে অশালীন প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে। তিনি নাকি মহিলাদের হোয়্যাটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠানোতেও সিদ্ধহস্ত। সেখানেই বিভিন্ন সেক্সুয়াল কনটেস্ট কম্পিটিশনে অংশ নিয়ে প্রায় ২০জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, এমনটাও জানানো হয়েছে বিভিন্ন ব্রিটিশ মিডিয়ায়। তবে আইনি সমস্য়ার মুখে পড়তে হল এবারেই।
যাইহোক, বর্তমান যে ঘটনায় তিনি অভিযুক্ত, সেই প্রসঙ্গে বরাবরই অ্যালেক্স হেপবার্নের বক্তব্য ছিল দু'জনের যৌথ সম্মতিতেই নাকি এই ঘটনা ঘটে। বারেবারে তিনি অভিযোগকারিনীর অভিযোগ অস্বীকার করেন।
৩০ তারিখে ইংল্য়ান্ডের ক্রাউন আদালতে হেপবার্নের শাস্তি ঘোষণা হবে। আপাতত সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।